Joint Recruitment Test for 5 Banks - (Cash) - 11.03.2022 (79 টি প্রশ্ন )
'To go into liquidation' (ঋণের কারণে দেওলিয়া হওয়া ) idiom টির অর্থ to go bankrupt
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। MS Access হল মাইক্রোসফট কর্পোরেশনের প্রথম windows বেইসড ডাটাবেজ প্রোগ্রাম। 
জনপ্রিয় ডাটাবেজ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলোঃ
- MySQL
- MS-SQL,
- MS Access,
- Oracle ইত্যাদি।

প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয়, তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। এই ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইডথ বা ব্যান্ড স্পিডও বলা যেতে পারে।ইন্টারনেট Data Transmission Speed কে সজ্ঞায়িত করা হয় kilobites per second হিসাবে ।
স্যাটেলাইটে মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি বা ডাটা বিনিময় করার জন্য যেই ডিভাইস ব্যাবহার করা হয় তাকে ট্রান্সপন্ডার বলে। 'বাংলাদেশ স্যাটেলাইট -১' এর ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হল ১৬০০ মেগাহার্টজ এবং এর আয়ুষ্কাল ১৫ বছর ।
এসকিউএল বা স্ট্রাকচার্ড কুয়েরি ভাষা হলো ডেটাবেজ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি কুয়েরি ভাষা। এসকিউএল ব্যবহার করে ডাটাবেস তৈরি, ডাটাবেসের তথ্য হালনাগাদ, নতুন তথ্য সংযোজন, তথ্য বিয়োজন ইত্যাদি করা যায়।
এটা অর্থ হল MySQL, Oracle হলে ডাটাবেজ সফটওয়্যার, এইগুলো ব্যবস্থাপনায় এই SQL ব্যাবহার করা হয়।  
পৃথিবীতে Structured Query Language বা SQL শুধু একটা যেটা আবিস্কার করে আইবিএম ৭০ দশকে। 
 

স্টোরেজ  ডিভাইস মূলত দুই প্রকার। যথাঃ
- Primary storage device 
- Secondary storage device

প্রাইমারি স্টোরেজ ডিভাইস (primary storage device) : প্রাইমারি স্টোরেজ ডিভাইস এর উদহারন হলোRam (random access memory) | ram হলে কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি কম্পিউটার যখন অন থাকবে ram এ তখন সমস্ত তথ্য সমূহ সংরক্ষিত থাকবে , আর কম্পিউটার অফ থাকলে RAM সমস্ত তথ্যসমূহ মুছে ফেলে।

সেকেন্ডারি  স্টোরেজ ডিভাইস (secondary storage device) : সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হলো এমন এক ধরনের ডিভাইস যেখানে আপনি কম্পিউটার বা মোবাইল অন অথবা অফ অবস্থায় যেকোনো ডাটা স্থায়ীভাবে রাখতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছামত সেইগুলোকে পরবর্তীকালে মুছে ফেলতে পারেন। secondary storage device এর উদাহরণ হল , 
- Solid-state drives (SSDs),
- Hard disk drives (HDDs),
- Cloud storage,
- CD ROM drives,
- DVD drives,
- SD card ইত্যাদি।


MS-Word এর কিছু শর্ট কার্টঃ
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
Ctrl + S = ফাইল সেভ। (Save)
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline)
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut)
Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo)
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo)

F1=Help
F2=Editing a cell in MS Excel
Ctrl+P=Printing
Ctrl+s=Saving the file. 
আইটিউন্স অ্যাপলের মিডিয়া প্লেয়ার, মিডিয়া লাইব্রেরি, ইন্টারনেট রেডিও ব্রডকাস্টার, এবং মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাপলিকেশন। এটি বাজারে আসে, জানুয়ারি ৯, ২০০১ সালে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বিশ্বের বৃহত্তম দ্বীপ - গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এর আয়তন ২,১৬৬,০০০ km²। রাজধানী-নিউক। তবে এটি ভৌগলিকভাবে উত্তর আমেরিকার মাহাদেশে অবস্থিত।
অর্থনীতি ও পুঁজিবাদের জনক ,স্কটিশ অর্থনীতিবিদ Adam Smith মাত্র ১৪ বছর বয়সে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ।শিক্ষা জীবন শেষে তিনি এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন ।। এখানে অধ্যাপনার সময়ে The Theory of Moral Sentiments গ্রন্থটি রচনা করেন ।
বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোম ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ।এ সম্মেলনে সিদ্ধান্ত অনুযায়ী , ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয় .১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ।
♦ এই দিবস গুলো থেকে একটা পরীক্ষা থাকবেঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্ট
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি স্থল বেষ্টিত রাষ্ট্র ।এর রাজধানী বার্ন ।দেশটির প্রাচীন নাম হেলভেটিয়া ।

ইউরো জোনের আর্থিক নীতি পরিচালনা ও ইউরো মুদ্রার মূল্য স্থিতিশীল রাখার জন্য ১ জুলাই ,১৯৯৮ সালে ইউরোপীয় কেন্দ্রী ব্যাংক প্রতিষ্ঠিত হয় ।
- এর সদস্য দেশ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যারা ইউরো মুদ্রা গ্রহণ করেছে শুধু তারা ।
- এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুফুরটে অবস্থিত ।
- ব্যাংকটির বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ
পেরিস্কোপ (ইংরেজি: Periscope) এক ধরনের দৃষ্টিগোচরীভূত যন্ত্র যা কোন গুপ্তস্থানে অবস্থান করে ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করা যায়। আলাের প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি হয়। পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ প্রয়োজন। আলাে এসে প্রথম দৰ্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। দ্বিতীয় দৰ্পণ থেকে আলাে যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখা যায় না তা আমরা দেখতে পাই।
ভূমিকম্প হয় প্লেট টেকটোনিকের সংঘর্ষের ফলে। পাশাপাশি দুটি মহাদেশীয় প্লেটের সীমান্ত অঞ্চলে যে প্রবল পীড়নের সৃষ্টি হয় সেই পীড়ন যখন বড়সড় চ্যুতির সৃষ্টি করে এবং তার অন্তর্নিহিত শক্তি বের করে দেয় তখন ভূমিকম্প হয়।
আফ্রো -আমেরিকান মানবাধিকারকর্মী লুথার কিং ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের অবিসংবাদী নেতা.
- ১৯৬৩ সালে আফ্রিকান-আমেরিকানদের 'সামাজিক অধিকার' প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটন অভিমুখে লং মার্চের নেতৃত্ব দেন এবং
- এ লংমার্চে 'I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed...We hold these truths to be self-evident; that all men are created equal .ভাষণটি প্রদান করেন ।
- ১৭ মিনিটের এ ভাষণের প্রভাবে ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে 'নাগরিক আইন' এবং ১৯৬৫ সালে ভোটাধিকার আইন প্রণীত হয় ।
- তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ৪ এপ্রিল ,১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে তিনি আততায়দের গুলিতে নিহত হন ।
কপ-২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালের নভেম্বর মাসে কিন্তু কোভিড-১৯ এর কারনে বাতিল হয়। অনুষ্ঠিত হবে ১-১২ নভেম্বর ,২০২১,গ্লাসগো,স্কটল্যান্ড। জলবায়ু বিষয়ক সম্মেলন COP এর আয়োজন করেঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC)।
- COP-27 অনুষ্ঠিত হবে- শারম আল শেখ, মিশর। 
- ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাতে 
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাতে 
- ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে হবে যুক্তরাষ্ট্র, কানাডা অ মেক্সিকোতে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

যুক্তরাস্টের উন্নয়ন অর্থনীতিবিদ Jeffrey Sachs এর বিখ্যাত প্রন্থ 'The End of Poverty: Economic Possibility for Our Time. গ্রন্থটি ২০০৫ সালে প্রকাশিত হয়। 
স্টক এক্সচেঞ্জ এমন একটি প্লাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা নিজেরদের মধ্যে শেয়ার ক্রয় -বিক্রয় করে থাকেন ।বিভিন্ন কোম্পানি কর্তৃক পূর্বে ইস্যুকৃত লিস্টেড শেয়ার এন্ড বন্ড ,কমার্শিয়াল পেপার ,ট্রেজারি বিল সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারী নিজেদের মধ্যে ক্রয় -বিক্রয় করে ।
- বাংলাদেশে শেয়ার বাজার বা স্টক মার্কেট ২ টি । যথা ঢাকা স্টক এক্সচেঞ্জ(১৯৫৪) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ((১৯৯৫) ।
BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- এর বর্তমান সদস্য ১১ (ব্রাজিল,রাশিয়া,ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব)
- ১৫তম সম্মেলন জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা -এ আরো নতুন ৬ দেশকে অনুমোদন দেয়। 
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
- ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয় .
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে

CAMELS রেটিং সিস্টেম হল একটি আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড ,যা ব্যবহার করে একটি ব্যাংকের সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয় ।এটি ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করা যায় ।CAMELS রেটিং এর ক্ষেত্রে ৬ টি ফ্যাক্টরের উপর ভিত্তি করে রেটিং দেওয়া হয় ।এগুলো হল -
1. Capital adequacy-মূলধনের পর্যাপ্ততা
2. Asset Quality -সম্পত্তির গুণগত বৈশিষ্ট্য
3. Management Ability -ব্যবস্থাপনাগত দক্ষতা
4. Earning capacity -উপার্জন ক্ষমতা
5. Liquidity -তারল্য অবস্থা
6. Sensitivity -স্পর্শকাতরতা
সুপারভাইজরি কর্তৃপক্ষ প্রতিটি ব্যাংকে ১-৫ পর্যন্ত রেটিং প্রদান করে .১ প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানকে Strong বলে গণ্য করা হয় । ৩ প্রাপ্ত প্রতিষ্ঠানকে Fair বলে গণ্য করা হয় .৫ প্রাপ্ত প্রতিষ্ঠাকে Unsatisfactory বলে গণ্য করা হয় ।
Open Market Operation হল কেন্দ্রীয় ব্যাংকের Monetary Policy এর একটি Tools ,যার মাধ্যমে Money Supply control করা হয় ।যদি Economy -তে Money Supply বেশি হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক Money Supply কমানোর জন্য Govt.approved Securities,Bond,Treasury Bill বিক্রয় করে,ফলে Money Supply কমে যায় ।বিপরীতক্রমে Money Supply বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক Securities,Bond Treasury Bill ক্রয় করে।
The Financial Times Stock Exchange ইংল্যান্ডের শেয়ার মার্কেটের সূচক পরিমাপক একটি অর্থনৈতিক সংগঠন ।
- Standard and Poor's 500 যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটের সূচক পরিমাপক প্রতিষ্ঠান ।
- DAX জার্মানির শেয়ার মার্কেটের সূচক পরিমাপক প্রতিষ্ঠান ।
- NASDAQ বিশ্বের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক্স স্ক্রিন ভিত্তিক শেয়ার বাজার এবং বাজার মূলধনের দিক দিইয়ে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার । এটি ৮ ফেব্রুয়ারি ,১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় । এর অবস্থান নিউইয়র্ক ,যুক্তরাষ্ট্র ।
দেশ : রাজধানী
পাপুয়া : নিউগিনি
পোর্ট : মোর্সবি
ভানুয়াতু : পোর্ট ভিলা
হাইতি : পোর্ট -আ -প্রিন্স
মরিশাশ  : পোর্ট লুইস


SDGs) হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable Development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয়,যা SDGs নামে পরিচিত ।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ।
- এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্ত্রভুক্ত রয়েছে .
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমরা জানি ,
1 ডলার =100 সেন্ট
অতএব , 6.60 ডলার =6.60×100 =600 সেন্ট
মনে করি ,
14 সেন্টে ক্রয় করে x টি ডিম
12 "           "     "   (50-x) টি ডিম
প্রশ্নমতে,
12(50-x) +14× x =660
বা, 600-12x+14x=660
বা, 2x =60
∴ x =30


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0