Solution
Correct Answer: Option D
- ইংরেজ রোমান্টিক কবি স্যামুয়েল টেলর কোলরিজ (Samuel Taylor Coleridge) মূলত পরিচিত তাঁর অতিপ্রাকৃত (Supernatural) বিষয়বস্তু সম্বলিত কবিতার জন্য।
- তিনি তাঁর কবিতায় স্বপ্ন, রহস্য, কল্পনা এবং অলৌকিক জগতের এক অসাধারণ মিশ্রণ ঘটিয়েছেন।
- তাঁর বিখ্যাত কবিতা "The Rime of the Ancient Mariner"-এ এক নাবিকের অলৌকিক ও ভৌতিক অভিজ্ঞতার কথা বলা হয়েছে।
- একইভাবে, "Kubla Khan" কবিতাটি আফিমের ঘোরে দেখা এক স্বপ্নের রহস্যময় জগতের বর্ণনা দেয়।
- এই কবিতাগুলোর জন্যই তিনি "Poet of the Supernatural" হিসেবে সর্বাধিক পরিচিত।