'On the eve of' phrase-টির অর্থ হচ্ছে-
Solution
Correct Answer: Option B
- 'Eve' শব্দটির অর্থ হলো কোনো বিশেষ দিনের আগের সন্ধ্যা বা পূর্বদিন।
- যেমন, বড়দিনের আগের দিনকে 'Christmas Eve' বলা হয়।
- সুতরাং, 'On the eve of' phrase টির অর্থ হলো কোনো ঘটনার ঠিক আগে বা অব্যবহিত পূর্বে।
- তাই 'just before' হলো সঠিক উত্তর।