Solution
Correct Answer: Option D
'End in smoke' একটি ইংরেজি প্রবাদ (Idiom)।
- আক্ষরিক অর্থে ধোঁয়ায় পর্যবসিত হওয়া বা মিলিয়ে যাওয়া বোঝালেও, আলংকারিক অর্থে এর মানে হলো ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা কোনো ফলাফল না পাওয়া (to come to nothing / failure)।
অন্য অপশনগুলোর অর্থ:
- to be burnt = পুড়ে যাওয়া।
- to be reduced to ashes = পুড়ে ছাই হয়ে যাওয়া।
- to head to the fire = আগুনের দিকে যাওয়া।
- end in nothing = কোনো ফলাফল না আসা / ব্যর্থ হওয়া।
তাই সঠিক উত্তর end in nothing।