The poem "The Solitary Reaper" is written by --
Solution
Correct Answer: Option B
- "The Solitary Reaper" কবিতাটি লিখেছেন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)।
- তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের (Romantic Period) অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত।
- কবিতাটি ১৮০৭ সালে তাঁর *Poems, in Two Volumes* নামক কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল।
- এই কবিতায় কবি স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলে একাকী এক তরুণীর ফসল কাটার সময় গাওয়া একটি বিষণ্ণ গান শুনে তাঁর গভীর অনুভূতির কথা বর্ণনা করেছেন।