Solution
Correct Answer: Option D
- স্বর্গ, মর্ত্য ও পাতাল পরিব্যাপ্ত লৌকিক-অলৌকিক- পৌরাণিক বিশালায়তন বীর রসের আখ্যানকে মহাকাব্য বলে।
- পাশ্চাত্য মহাকাব্য দুই ভাগে বিভক্ত। যথা: জাত মহাকাব্য ও সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য।
- জাত মহাকাব্য কোন বিশেষ কবির রচনা নয়, এতে থাকে বহু অজানা কবির অসংখ্য রচনা, যা পরবর্তীতে কেউ একত্রিত করে অখণ্ড রূপ দেন।
জাত মহাকাব্য চারটি। যথা: মহাভারত, রামায়ণ, ইলিয়াড ও ওডিসি। পুরান ইতিহাস থেকে কাহিনী নিয়ে কবি তাঁর সাহিত্যিক প্রতিভার দেয়াকে সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য । মিলটনের 'প্যারাডাইস লস্ট'।