Prabashi Kallyan Bank Ltd Officer Cash - 25.09.2021 (80 টি প্রশ্ন )
দেওয়া আছে ,
(1/5)3y =0.008
⇒ (1/5)3y=8/1000
⇒ (1/5)3y =1/125
⇒ (1/5)3y=(1/5)3
⇒  3y=3
 ∴     y=1
(o.25)y=(0.25)1=0.25
এখানে ,p ও q অশূন্য ধনাত্বক পূর্ণসংখ্যা এবং p=4qযেখানে ,p<8
এখানে ,p=4 এবং q =1 হলেই (i) নং সত্য হবে
দেওয়া আছে ,x-y=1............i
যেহেতু x ও y উভয়ই ঋণাত্মক পূর্ণসংখ্যা
সেহেতু ধরি ,x=-1,y=-2
                ∴ x-y=-1-(-2)
                =-1+2
                =1 যা (i) নং শর্তকে সিদ্ধ করে ।
অতএব , xy=(-1)(-2)=2
আমরা জানি ,ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর ।
a-b<c


 x² - 2xy - z² + 2yz?
= x² -zx-2xy+2yz+zx-z²
=x(x-z)-2y(x-z)+z(x-z)
=(x-z)(x-2y+z)


মনে করি ,প্রথম সংখ্যাটি x
এবং দ্বিতীয় সংখ্যাটি =y
প্রশ্নমতে ,1/5.x=5/8.y
                x=25y/8..................i
এবং x+35=4y
বা, 25y/8 +35=4y
বা, 35=4y-25y/8
বা, 35=(32y-25y)/8
বা,  35=7y/8
     y=40
মনে করি ,ক্রমিক জোড় সংখ্যা দুইটি x ও x+2
প্রশ্নমতে ,(x+2)²-x²=84
             x²+4x+4-x²=84
          বা,4x=80
         বা,x=20
নির্ণেয় যোগফল =x+x+2
                        =20+20+2=42


দেওয়া আছে,
Q/p=1/4
⇒ p=4Q

তাহলে, (P+Q)/(P-Q)
=(4Q+Q)/(4Q-Q)
=5Q/3Q
=5/3


দেওয়া আছে,
1 star =4 circle
⇒  star/circle = 4/1
⇒  star:circle = 4:1
                    = 16:4
আবার,
3 circles =4 diamond
⇒ circle/diamond =4/3
⇒ circle:diamond =4:3
⇒ star:circle :diamond =16:4:3
তাহলে,star:diamond =16:3



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এখানে ,সরল সুদ I =Pnr/100
                             =(5000× 5× 10)/100
                             =2500
চক্রবৃদ্ধি সুদ =C-P
                  =P(1+r/100)n -P
                  =5000(1+10/100)⁵-5000
                 =5000×1.6105-5000
                  =8052.55-5000
                  =3052.55
সুদের পার্থক্য =3052.55-2500
                     =552.55
                     =552 টাকা


60 মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 360⁰
1    "          "              "       "              "   360⁰/60
20  "          "              "       "              " 360⁰×20/60
                                                         =120⁰
যেহেতু p,AB রেখার উপর অবস্থিত একটি বিন্দু,সেহেতু AB>AP
x⁻³ - 0.001 = 0
⇒ 1/x³-1/1000=0
⇒ 1/x³=1/1000
⇒ x³=/1000
⇒ (x)³=(10)³
⇒ x=10
∴ x²=100


মনে করি ,ক্রয়মূল্য =x এবং বিক্রয়মূল্য =y
১ম ক্ষেত্রে ,লাভ =y-x
২য়  "        "  =2y-x
প্রশ্নমতে ,3(y-x)=2y-x
       বা,3y-3x=2y-x
       বা, 3y-2y=-x+3x
       বা, y=2x
অতএব ,১ম ক্ষেত্রে ,লাভ =y-x
                                     =2x-x=x
অতএব ,শতকরা লাভ =x/x×100%
                                =100%
ধরি, সংখ্যা দুইটি যথাক্রমে ৩ক এবং ৪ক।
যেহেতু এদের ল.সা.গু দেওয়া আছে ৮৪, তাই প্রথমে ৩ক এবং ৪ক এর ল.সা.গু নির্ণয় করতে হবে।

এখন,
৩ক ও ৪ক এর ল.সা.গু = ৩ × ৪ × ক = ১২ক
প্রশ্নমতে,
১২ক = ৮৪
বা, ক = ৮৪ / ১২
∴ ক = ৭

এখন,
১ম সংখ্যাটি = ৩ক = ৩ × ৭ = ২১
২য় সংখ্যাটি = ৪ক = ৪ × ৭ = ২৮
অতএব, বৃহত্তর সংখ্যাটি হলো ২৮
সঠিক উত্তর: ২৮

শর্টকাট টেকনিক:
অনুপাত দুইটির ল.সা.গু = ৩ × ৪ = ১২ ইউনিট।

প্রশ্নমতে,
১২ ইউনিট = ৮৪
১ ইউনিট = ৮৪ / ১২ = ৭
যেহেতু অনুপাতের বড় সংখ্যাটি ৪, তাই বৃহত্তর সংখ্যাটি হবে: ৪ × ৭ = ২৮
2 টি একই ধরনের ফলাফল 6 টি (1,1;2,2;3,3;4,4;5,5;6,6)
এবং মোট নমুনা সংখ্যা =36 টি
অতএব ,নির্ণেয় সম্ভাবনা =6/36=1/6


মনে করি ,প্রথম ছাড় =x%
প্রশ্নমতে ,150×(100-x)/100×(100-12.5)/100=105
বা, 150×(100-x)/100×87.5/100=105
বা, 100-x=(105×100×100)/150×87.5)
বা,100-x=80
বা,-x=80-100
বা,-x=-20
বা, x=20


দেওয়া আছে ,x-y=3
x³-y³-9xy=(x)³-(y)³-9xy
               =(x-y)³+3.xy.(x-y)-9xy
               =(3)³+3.xy.3-9xy
               =27+9xy-9xy
               =27
0.001/0.1×0.1
=(1×10×10)/(1000×1×1)
=1/10
=0.1

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যেহেতু গাছগুলোকে 13 টি সারিতে লাগালে কোন গাছ অবশিষ্ট থাকে না ,
সেহেতু গাছের সংখ্যাকে অবশ্যই 13 দ্বারা ভাগ করা যাবে ।
এখানে অপশন অনুযায়ী শুধুমাত্র 845 কে 13 দ্বারা ভাগ করা যায় ।
(845/13)=65
এজন্য গাছের সংখ্যা হবে 845 টি ।
আমরা জানি ,জুন মাস =৩০ দিন
আবার ,
জুন মাসে রবিবার 5 টি এবং বাকি দিন =30-5)
                                                        =25 দিন
5 টি রবিবারে মোট  দশনার্থী =5 ×510=2550 জন
এবং বাকি 25 দিনে  "  "      =25 ×240 =6000 জন/8550 জন
অতএব ,দিনে গড় দর্শনার্থী 8550/30 =285 জন
We know,
I nanosecond =10⁻⁹) s
50 "                =(50× 10⁻⁹)s
                      =(50× 10× 10⁻⁹)s
                      =5× 10⁻⁸  s

The computer adds in 5× 10⁻⁸ =1 calculation
"         "               :   1s =1/(5× 10⁻⁸)=10⁸/5
                                   =2×10⁸/5×2
                                   =2×10⁸/10
                                  =2×10⁷=2 crores
                                  =20 million
                                   [1 crore =10 million]
মনে করি ,
              d km যেতে B এর সময় লাগে =1 ঘণ্টা
অতএব   "        "      A "      "      "       =t+2 "
এখন ,A এর গতি দ্বিগুণ করলে সময় লাগবে =(t+2)/2 ঘণ্টা
প্রশ্নমতে ,  t-(t+2)/2=1
                (2t-t-2)/2=1
                t-2=2
                t=4 ঘণ্টা 
এখানে ,
১ম ক্ষেত্রে রনি প্রতিদিন হাটে =24-9=15 ঘণ্টা
2য়       "  "       "            "    =24-(2×9) "
                                           =24-18=6 ঘণ্টা করে


মনে করি ,১ম ক্ষেত্রে রনি x কি.মি /ঘণ্টা বেগে হাটে
                 ২য়   "      "   ২x  "       "         "      "
এখন ,
রনি x কি.মি /ঘণ্টা বেগে প্রতিদিন 15 ঘণ্টায় 1 অংশ হাটে 40 দিনে
"     1  "         "          "      "           1 "          1  "         "40×x×15
"     2x   "        "       "         "          1    "       1 "        " (40×x×15 /২x) "
"     2x   "        "       "         "          1    "       1 "        " (40×x×15 /২x×6) "
"     2x   "        "       "         "          1    "       1 "        " (40×x×15×2 /২x×6) "
                                                                                  =100 দিনে

ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি অদ্বিতীয় identity থাকে ,যা internet protocol অ্যাড্রেস নামে পরিচিত ।
- এই ঠিকানাটি আমেরিকার Internet Assigned Numbers Authority নামক প্রতিষ্ঠান প্রদান করে থাকে ।
- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPV4 নামে পরিচিত ।
- Ipv4 ৩২ বিটের ।
- আইপি অ্যাড্রেসের প্রথম দুটি অকটেট নেটওয়ার্ক ID এবং পরের দুটি অকটেট host  Id প্রকাশ করে ।
- বাইনারি সংখ্যা মনে রাখা অসুবিধাজনক বিধায় এর সমকক্ষ ডেসিমেল সংখ্যা দিয়েও IP address লেখা হয় ।

The IP address "10.145.17.256" is not a valid IPv4 address. In IPv4, each octet (the numbers separated by periods) must be a value between 0 and 255. The last octet, "256" in this case, exceeds the valid range and therefore is not a valid IPv4 address.
যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে Logic gate বলে ।ডিজিটাল ইলেক্ট্রনিক্স তিনটি (AND,OR,NOT) মৌলিক গেইট ব্যবহার করা হয় ।AND গেইট এর সমস্ত input যদি উচ্চ ১ হয় তবে উচ্চতর আউটপুট (১) ফলাফল হিসেবে পাওয়া যায় ।
একই কাজ একাধিক বার সম্পন্ন করতে হলে Loop ব্যবহার করতে হয় ।
-C প্রোগ্রামে Loop নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম Loop Control স্টেটমেন্ট সমূহ হল -For Statement ,While Statement ,Do-while Statement ,Continue Statement ,Goto Statement .


কম্পিউটারের যে memory সিপিইউ এর সাথে প্রত্যক্ষ সংযোগ থাকে না কিন্তু অধিক পরিমাণ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় তাকে Secondary memory বলে
-Secondary memory গুলো হল -Universal Serial Bus(USB) ,Hard Disk ,CD,DVD,Tapedrive,Pendrive ,Flash Disk ,Floppy Disk ইত্যাদি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-Hyper Text Mark-up Language কে Tag এর ভাষাও বলা হয় ,কারণ বিভিন্ন ট্যাগের সমন্বয়ে document তৈরি হয় ।
-প্রতিটি tag তার নিজস্ব নাম অনুসরণ করে কৌণিক (<>) ব্রাকেটে শুরু বা open করতে হয়  এবং একে শুরু ট্যাগ বা opening tag বলা হয় ।open হওয়া tag কৌণিক ব্রাকেট অনুসরণ করে tag এর নামে শেষ বা বন্ধ করতে হয় এবং একে শেষ ট্যাগ বলা হয় ।
-<td>........</td> ট্যাগের ভিতরের লেখাকে টেবিলের Row এর ভিতরের কলাম হিসেবে বিবেচনা করা হয় ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0