UCBL Bank Ltd. - Management Trainee Officer - 2017 (76 টি প্রশ্ন )

Solution: 

S-HTTP (Secure Hypertext Transfer Protocol or Secure HTTP) is an extension to the Hypertext Transfer Protocol (HTTP) that 

allows the secure exchange of files on the Would Wide Web. Each S-HTTP file is either encrypted, contains a digital certificate, 

or both. For a given document, S-HTTP is an alternative to another well-known security Protocol, Secure Sockets Layer (SSL). A 

major difference is that S-HTTP allows the client to send a certificate to authenticate the user whereas, using SSL, only the server can 

be authenticated. S-HTTP is more likely to be used in situations where the server represents a bank and requires authentication from the 

user that is more secure than a userid and password. 


Solution: 

মাইক্রোসফটের MS Outlook ব্যবহৃত হয় e-mail করার জন্য । আর ই-মেইল হলো ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ । 

এর কাজ হচ্ছে একটি কম্পিউটার হতে অন্য কম্পিউটারে বা ফ্যাক্স মেশিনে তথ্য পাঠানো । 

 কিছু ওয়ের মেইল (Web mail) বা অয়েরব বেজড মেইল (Web based mail) এর নাম   



     Gmail          yahoo mail        Hotmail      AOL mail 

Ms Excel এ Paste Special কমান্ড দিয়ে নিচের কাজগুলো Paste করা যায়ঃ 

  হুবহু   শুধু ফর্মুলা   শুধু মান      শুরু ফরমেট     শুরু কমেন্ট   

 Copy, Paste, 

 Special, All 

 Copy, Paste 

 Special, 

 Formula 

 Copy, Paste 

Special, Value 

 Copy, Paste 

Special, Formats 

 Copy, Paste 

  Special 

 Comments 


যেহেতু, প্রশ্নটিতে কোনটি কম্পিউটারের Secondary Storage Device নয় তা বের করতে বলা হয়েছে, তাই উত্তর অপশনের তিনটি/চারটি 

অবশ্যই Secondary Storage Device হবে । মনে রাখবেন, ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য কম গতিসম্পূন্ন 

(Slow Speed) কিন্তু অধিক ক্ষমতাসম্পন্ন (High Capacity) বিশেষ ধরনের মেমোরিকে সহায়ক বা Secondary মেমোরি বলা হয় । 

                 বর্তমানে ব্যবহৃত কিছু Secondary Storage Device:    
 Hard Disk    Floppy Disk          CD      CD-R      CD-R W  
 DVD-ROM   DVD-R    Blue Ray DVD     DVD-R W (Re-Writable) 

 Smart Card   Memory Card     Pen Drive    SSD (Solid State Device) 

                বর্তমানে ব্যবহৃত হচ্ছে না অর্থাৎ অধুনালুপ্ত কিছু Secondary Storage Device: 

 Magneto-Optical Disk      ZIP Disk      Digital Tape     Magnetic Tape       Magnetic Drum  

Solution: 

Manner নামের এক ব্যক্তি ১৯০৮ সালে তার বই 'My African Journey' তে Uganda কে "Peari of Africa" 

নামে সম্মোধণ করেন । 


Solution: 

'Big Apple' এর নাম পরিবর্তন করে ১৯২০ সালে নামকরণ করা হয় New York City. 


Solution: 

Dublar Char is an island in the Sundarbans of Bangladesh . The island is being rapidly converted to a 

seafood-processing center, reportedly with heavy use of slave labor. 


Solution: 

Western Europe এর সবচেয়ে বড় জায়গার দেশ France, দ্বিতীয় দেশ Spain এবং তৃতীয় দেশ Sweden. 


Solution: 

The Nobel prize in Literature 2016 was awarded to Bob Dylan "for having created new poetic expressions within the 

American song tradition". 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

King Maha Vajiralongkorn থাইল্যান্ডের নতুন রাজা হিসাবে নির্বাচিত হন ১৩ই অক্টোবর ২০১৬ সালে । 


-NAFTA (The North American Free Trade Agreement) তিনটি দেশের সমন্বয়ে 1994 সালের ১লা জানুয়ারিতে গঠিত হয় ।

-দেশগুলো হলো Canada, Mexico, America. 

-উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) 1 জুলাই, 2020-এ United States-Mexico-Canada Agreement(USMCA) পরিবর্তিত হয়েছে। 

-USMCA হল মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে একটি ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি। 

-এটি NAFTA এর একটি আধুনিক সংস্করণ যাতে শ্রম, পরিবেশ এবং ডিজিটাল বাণিজ্যের উপর নতুনত্ব এনেছে।


Solution: 

 Jamdani কে বাংলাদেশের First Geographical Indication (GI) product হিসেবে ঘোষণা করা হয় ২০১৬ সালের 

১৭ই নভেম্বরে । 


Solution: 

World Economic Forum Annual Meeting 2017 অনুষ্ঠিত হয় Switzerland এর Davos এ । 


Solution: 

রাঙ্গামাটি জেলা প্রতিষ্ঠিত হয় ২০শে জুন ১৮৬০ সালে । এর আয়তন ৬১১৬ বর্গ কিলোমিটার । 


Solution: 

ঢাকার সবচেয়ে পুরানো মসজিদ বিনত বিবির মসজিদ । ঢাকা মুঘল রাজধানী হওয়ার আগে এটি নির্মাণ করা হয়েছিল । 

১৪৫৪ সালে Marhamat এর কন্যা Bakht Binat ঢাকার অদূরে নারিন্দার হায়াত ব্যাপারী ব্রিজের পাশে এটি নির্মাণ করেন । 


Solution: 

Treasury Bills issued by the government as an important tool of raising public finance were of three

types, although all of them were 90-day bills. Bangladesh bank is empowered to issue any amount of 

treasury bills for the non-bank public. 


Solution: 

The International Development Association (IDA) is a member of the World Bank Group and is headquartered in 

Washington, D. C., United States. It is considered to be the soft lending window of the World Bank, while the IBRD 

is considered to be the hard landing window. 


Solution: 

"Asian Development Bank" এর Head office অবস্থিত Philippines এর ম্যানিলায় । ADB প্রতিষ্ঠিত হয় 1966 

সালে । এতে মোট সদস্য সংখ্যা ৬৭ টি । 


US Education Secretary হিসেবে US senate সম্প্রতি Betsy Devos কে মনোনিত করেছে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

AIIB সম্প্রতি বাংলাদেশের Powerupgradation বা Power Distribution System উন্নতির জন্য 165 মিলিয়ন 

ডলারের লোন পাশ করেছে । 


Solution: 

GDP তে সবচেয়ে বেশি অবদান Service sector এর, যা 56% এর উপরে । এরপর আছে যথাক্রমে Industry (29%) এবং 

Agriculture (15%). 


Solution: 

বাংলাদেশ বনাম ইন্ডিয়ার একমাত্র টেস্ট ম্যাচটি ২০১৭ সালে ভারতের Hyderabad এর রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টোডিয়ামে অনুষ্ঠিত হয় । এই 

ম্যাচ ভারতে ২০৮ জয়ী হয় । 


Solution:

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৬ ফেব্রুয়ারি ২০১৭ সালে KM Nurul Huda কে নতুন ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত 

করেন । 


Solution: 

UCB এর Corporate slogan হল, United we achieve যার অর্থ একসাথে অর্জন করব আমরা । 


Solution: 

BRAC University'র তিনজন শিক্ষার্থী জাপানে BRAC Onnesha নামের প্রথম Nano-satellite আবিষ্কার করে । 


অনুবাদঃ দুটি ট্রেন পরপর বিপরীত দিকে যথাক্রমে 60 km/hr এবং 90 km/hr বেগে চলছে । তাদের দৈর্ঘ্য যথাক্রমে 

1.10 km এবং 0.9 km. প্রশ্ন হলো Slower ট্রেন কর্তৃক Faster ট্রেনের অতিক্রম করতে কত সময় লাগবে ? 

যেহেতু, ট্রেন দুটি বিপরীত দিকে চলছে । তাই আপেক্ষিক গতি = 60 + 90 = 150 km/hr = \((150 \times \frac{5}{{18}})\) m/s 

 আর ট্রেন দুইটি একে অপরকে অতিক্রম করতে উভয়েই তাদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে বলে 

তাদের অতিক্রান্ত মোট দূরত্ব = (1.1+0.9) = 2 Km = 2000 মিটার 

 প্রয়োজনীয় সময় = \(\frac{{2000}}{{150 \times \frac{5}{{18}}}} = \frac{{2000 \times 18}}{{750}}\) = 48 সেকেন্ড । 

  ** Alternative:  

Relative speed  : 

  (60 + 90) km/hr 

 = \((150 \times \frac{5}{{18}})\) m/sec = \(\frac{{125}}{3}\) m/sec

 

Distance Covered: 

  (1.10 + 0.9) km 

  = 2 km 

  = 2000 m. 

 

Time = Distance/speed:  

2000 \( \div \frac{{125}}{3}\) sec 

  2000 \( \times \frac{3}{{125}}\) = 48 sec

 

  Shortcut:
Time = Distance/Speed
        = 2 hour/150 hour
        = \(\frac{{2 \times 60 \times 60}}{{150}}\)
        = 48 সেকেন্ড । 


Solution:

এটি ছক্কার অংক । আপনি ছোট বেলায় সাপ-লুডু খেলেছেন এটি সেই ছক্কার অংক । ছোট বেলায় ছক্কার ঘরগুলোকে ঘষে ঘষে যেমন সব সময় নিজের 

পছন্দমতো জিনিস তোলা যেতো, এটি সেই ছক্কার অংক । কারন প্রশ্নে বলা হয়েছে, With faces numbered 1 through 6, is directly proportional to 

the number rolled. 

সাধারণত আমরা যখন Die বা ছক্কার অংক করি তখন আমরা ধরেই নিই যে, ছক্কাটি হলো Normal বা Regular বা Unweighted বা Unbiased আর সেই সব 

ছক্কার ক্ষেত্রে প্রশ্নটি থাকে নিচের মতোঃ 

এক্ষেত্রে প্রশ্নে বলা হচ্ছে যে, ছয় মুখ বিশিষ্ট একটি Die রয়েছে যাকে এক থেকে ছয় পর্যন্ত Numbering করা হয়েছে । প্রশ্ন হলো যদি Die টি একবার Roll করা হয় 

তবে 5 পাবার সম্ভাবনা কত ? 

এক্ষেত্রে সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট ঘটনার সংখ্যা      এই সূত্রটি প্রয়োগ করলে পাই, 

অনুকূল ঘটনার সংখ্যা = 1 (যেহেতু 1 বার Roll করা হবে) 

মোট ঘটনার সংখ্যা = 6 কারণ ছক্কার পিঠকে এক থেকে ছয় পর্যন্ত Numbering করা হয়েছে 

  5 পাবার সম্ভাবনা = 1/6 

 কিন্তু এক্ষেত্রে ছক্কাটি যেহেতু Weighted 6-sided die এবং With faces numbered 1 throung 6, 

is directly proportional to the number rolled তাই এটা দ্বারা বুঝা যায় যে, ছক্কাটির ক্ষেত্রে "2" side 

would be 2 times more likely to occur than the "1" side এবং "3" side would occur 3 times as 

often as the "1" side আর সেক্ষেত্রে মোট ঘটনার সংখ্যা = Relative probabilities for a single roll that 

would have 6 distinct outcomes = 1+2+3+4+5+6 = 21. 

 আর অনুকূল ঘটনার সংখ্যা = 5 (যেহেতু 5 কে 1 বার Roll করা হবে) 

    5 পাবার সম্ভাবনা = 5/21 


প্রশ্নে বলা হচ্ছে যে, একজন ছাত্রকে একটি সংখ্যাকে 585 দিয়ে ভাগ করতে বলা হলে সে সংক্ষিপ্ত বিভাজন পদ্ধতিতে 585 এর 

উৎপাদক 5,9 এবং 13 দ্বারা সংখ্যাটিকে ভাগ করাতে 4, 8 এবং 12 অবশিষ্ট পেলো । যদি সংখ্যাটিকে 585 দিয়ে ভাগ করা হয়, 

তবে ভাগশেষ কত থাকবে ? 

দেয়া আছে, 5, 9 এবং 13 হলো 585 এর Factors অর্থাৎ 5, 9, 13 দ্বারা 585 নিঃশেষে বিভাজ্য । কিন্তু এই ভাগ করার ফলে ছাত্রটি যথাক্রমে 

4, 8 এবং 12 অবশিষ্ট পায় 

 ধরি, সংখ্যাটি হলো P 

 তাহলে প্রশ্নমতে, P = 5x + 4; x = 9y + 8; y = 13z + 12 

      x = 9y + 8 = 9(13z + 12) + 8 = 117z + 116 

     P = 5x + 4 = 5(117z + 116) + 4 = 585z + 584 

  P সংখ্যাটিকে 585 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসবে 584. 


Solution:

এটি ছক্কার অংক । আপনি ছোট বেলায় সাপ-লুডু খেলেছেন এটি সেই ছক্কার অংক । ছোট বেলায় ছক্কার ঘরগুলোকে ঘষে ঘষে যেমন সব সময় নিজের 

পছন্দমতো জিনিস তোলা যেতো, এটি সেই ছক্কার অংক । কারন প্রশ্নে বলা হয়েছে, With faces numbered 1 through 6, is directly proportional to 

the number rolled. 

সাধারণত আমরা যখন Die বা ছক্কার অংক করি তখন আমরা ধরেই নিই যে, ছক্কাটি হলো Normal বা Regular বা Unweighted বা Unbiased আর সেই সব 

ছক্কার ক্ষেত্রে প্রশ্নটি থাকে নিচের মতোঃ 

এক্ষেত্রে প্রশ্নে বলা হচ্ছে যে, ছয় মুখ বিশিষ্ট একটি Die রয়েছে যাকে এক থেকে ছয় পর্যন্ত Numbering করা হয়েছে । প্রশ্ন হলো যদি Die টি একবার Roll করা হয় 

তবে 5 পাবার সম্ভাবনা কত ? 

এক্ষেত্রে সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট ঘটনার সংখ্যা      এই সূত্রটি প্রয়োগ করলে পাই, 

অনুকূল ঘটনার সংখ্যা = 1 (যেহেতু 1 বার Roll করা হবে) 

মোট ঘটনার সংখ্যা = 6 কারণ ছক্কার পিঠকে এক থেকে ছয় পর্যন্ত Numbering করা হয়েছে 

  5 পাবার সম্ভাবনা = 1/6 

 কিন্তু এক্ষেত্রে ছক্কাটি যেহেতু Weighted 6-sided die এবং With faces numbered 1 throung 6, 

is directly proportional to the number rolled তাই এটা দ্বারা বুঝা যায় যে, ছক্কাটির ক্ষেত্রে "2" side 

would be 2 times more likely to occur than the "1" side এবং "3" side would occur 3 times as 

often as the "1" side আর সেক্ষেত্রে মোট ঘটনার সংখ্যা = Relative probabilities for a single roll that 

would have 6 distinct outcomes = 1+2+3+4+5+6 = 21. 

 আর অনুকূল ঘটনার সংখ্যা = 5 (যেহেতু 5 কে 1 বার Roll করা হবে) 

    5 পাবার সম্ভাবনা = 5/21 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, c এবং d হলো দুটি পূর্ণ সংখ্যা এবং @ (p, q) = (p + 1) (q + 2) এবং @ (c, d) এর মান 3 এবং 

5 এর গুণফলের সমান হলে (c + d) এর মান কত ? 

 এখানে, @ (c, d) = 3 \( \times \) 5 = (2 + 1) (3 + 2) কে @(p, q) = (p + 1) (q + 2) এর সাথে মিলালে পাওয়া যায় 

c = 2 এবং d = 4 আর সেক্ষেত্রে c + d = 2 + 4 = 6. 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0