Dhaka Bank Ltd – Trainee Assistant Cash Officer - 2018 (40 টি প্রশ্ন )

Solution:

One Drive হচ্ছে Microsoft পরিচালিত একটি File hosting সার্ভিস ।


Solution:

প্রশ্নটি হওয়া ছিলোঃ As Siri is to IOS, ____ is to windows. কিন্তু এখানে Siri এর সাথে তুলনা করা হয়েছে Google এর । মূলত Siri হলো Google এর কোন Platform নয় । 

Siri হচ্ছে IOS পরিচালিত ডিভাইস এর Voice Command চালিত একটি Intelligent assistant. আর Cortana হচ্ছে Windows পরিচালিত ডিভাইস এর Voice Command চালিত একটি Intelligent assistant.


Solution:

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এক বা একাধিক Record নিয়ে তৈরী হয় টেবিল । সাধারণত কোন একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড সনাক্ত করণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় । এই ফিল্ডকে কী ফিল্ড বলে । কী ফিল্ড প্রধানত তিন ধরনেরঃ Primary Key, Composite Key, Foreign Key.

আর Primary Key তে কোন একটি Record নির্দিষ্টভাবে বা অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করা থাকে । 


Solution:

C, C++ এবং C# এগুলো উচ্চতর ভাষার উদাহরণ । কিন্তু C* নামে কোনো ভাষা নেই ।


Solution:

Android এর নাম Honeycomb Ice cream Sandwich Jelly Bean Kit Kat Lollipop Marshmallow Nougat Oreo
Version April 11 April 16 April 19 April 21 April 21 April 23 April 24 April 27

 


Solution:

লেজার প্রিন্টারে লেজার রশ্মি এর সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয় । লেজার প্রিন্টার মুদ্রণের জন্য লেজার রশ্মি বা আলোকরশ্মি একটি আলোক সংবেদনশীল ড্রামের উপর মুদ্রণযোগ্য বিষয়ের ছাপা তৈরি করে । তখন লেজার রশ্মির প্রক্ষেপিত অংশ টোনার আকর্ষণ করে । এরপর ড্রাম সেই টোনারকে কাগজে স্থানান্তরিত করে । কাগজের উপর পতিত টোনার উচ্চতাপে গলে গিয়ে স্থায়ীভাবে বসে যায় । এভাবে প্রিন্টারে মুদ্রণের কাজ সম্পন্ন হয় । সাধারণত ডেস্কটপ পাবলিশিং এর কাজে এবং অফিস আদালতে লেজারপ্রিন্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয় । এ প্রিন্টারের ছাপা খুবই উন্নতমানের একে পেজ প্রিন্টারও বলা হয় ।


Solution: 

USB এর পূর্ণরূপ হলো Universal Bus. এটি ১৯৯৮ সাল থেকে ইনটেল। মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে এই বাস ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে । ইউএসবি বাসের ভিত্তিতে এখন কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ তৈরি হচ্ছে । 


Solution: 

URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator. কোন ওয়ের পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয় । URL হচ্ছে ওয়েবসাইটের  একক বা Unique ঠিকানা । পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে । প্রতিটি URL এ থাকেঃ Web protocol, Web server Nsame/Domain Name, Server Directory/ Folder name, html file name. 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

জাপান 2017 সালের 1 এপ্রিল Bitcoin এবং Digital Currency কে বিহিত মুদ্রা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ।  


Solution: 

কোনো অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্যসামগ্রী ও সেবার দামন্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে Inflation বলে । 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2017 সালের অক্টোবর মাসের মাসিক ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার ছিল 5.59% 


Solution: 

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ নিম্নে দেওয়া হলোঃ 

2017সালের December November October September
মিলিয়ন (US ডলার 33,226.9 32,623.9 33,452.3 32,816.6

Solution: 

বাংলাদেশে পরিচালিত ইসলামী ব্যাংকগুলো হলোঃ Islamic Bank Bangladesh Ltd. Shahjalal Islami Bank Ltd. First Security Bank Ltd. Exim Bank Ltd., Al-Arafa Islami Bank Ltd, Social Islami Bank Ltd, Union Bank Ltd, ICB Islamic Bank Ltd,  


Solution: 

দেশীয় মুদ্রার অবমূল্যায়ন হলে তা রপ্তানিকে উৎসাহিত করে আর আমদানিকে নিরুৎসাহিত করে । আর অতিমূল্যায়িত হলে তা রপ্তানিকে নিরুৎসাহিত করে আমদানিকে উৎসাহিত করে । 


Solution: 

World Ranking Country Foreign Aid Received (1000s of USD)
2 Afghanistan  5,265950
12 Nigeria  2,529,480

Solution: 

DSE-20 index হলো শেয়ার বাজারে শীর্ষ বিনিয়োগকারী (Blue Chip Companies) ২০টি কোম্পানি । ২০০১ সালের জানুয়ারিতে যখন এই DSE-20 চালু হয়েছিল তখন বেশ কিছু Criteria 'র উপর ভিত্তি করে এই কোম্পানিগুলো বাছাই করা হয়েছিল । এসব Criteria গুলো হলো শেয়ার বাজারে কোম্পানির অবদান, পরিশোধিত মূলধনের পরিমাণ, শেয়ার প্রতি আয়, নীট সম্পদের পরিমাণ, গ্রাহকদের প্রদেয় লভ্যাংশ ইত্যাদি । DSE-20 index এর কোম্পানিগুলো হলোঃ  ACI, AMCL (pran), APPEX Tannery, Bata shoe, BATBC, BD Lamps, BOC, Beximco pharma, Dhaka Bank, Islami Bank, Prime Bank, Shouteast Bank, Uttara Finance, Square Textiles, Square Pharma, Singer BD, NBL, Monno Ceramics, Meghna Cement, GQ Ball pen. 



বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকে যে হারে ঋণ দেয় তাকে ব্যাংক রেট । এই রেট বর্তমানে ৪% ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

ঋণের সুবিধাগুলো হলোঃ Overdraft services, deferred payment plans, lines of credit, revolving credit, term loans, letters of credit, swing line loans ইত্যাদি । 


Solution: 

Current ratio দ্বারা মূলত কোন কোম্পানির স্বল্প ও দীর্ঘ মেয়াদি দায় পরিশোধের ক্ষমতাকে নির্দেশ করে । এটা পরিমাপের জন্য কোনো কোম্পানির চলতি সম্পদ ও চলতি দায়-এর হিসেব করতে হয়ও । অর্থাৎ Current Ratio = Current Asset/Current Liabilities . 

অন্যদিকে Liquidity Ratio হলো কোম্পানির দায় পরিশোধের ক্ষমতা এবং কোম্পানিটি আর্থিকভাবে কতটুকু নিরাপদ তার একটি পরিমাপ । তাই কোন কোম্পানির Current Ratio এবং Liquidity Ratio কমে গেলে তা মূলত নির্দেশ করে ঐ কোম্পানির নগদ অর্থ সরবরাহের ক্ষমতা কমে যাওয়া, যা মূলত Excess investment এর কারণে হয়ে থাকে । 



Solution: 

১ জুন ২০১৭ সালে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী । দেশের ৪৭ তম এই বাজেট কার্যকর হয়ও ১ জুলাই ২০১৭ থেকে মোট বাজেটের পরিমাণ হলো ৪,০০, ২৬৬ কোটি টাকা যা জিডিপি'র ১৮% । 



Solution: 

 First issued on 2 May 1978. 


বাংলাদেশ  ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)। ৪ জুলাই, ২০২২ সালে তিনি এই পদে যোগদান করেছেন। 


Solution: 

 নাসির উদ্দিন মাহমুদ শাহ'র আমলে ১৪৫৪ সালে নারিন্দায় বিনত বিবির মসজিদ ঢাকার Oldest brick structure হিসেবে পরিচিত । 


Solution: 

 ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্যগুলোর মধ্যে সুন্দরবন অন্যতম । সংস্থাটি ৬ই ডিসেম্বর ১৯৯৭ সাল ৭৯৮ তম ঐতিহ্য হিসেবে ঘোষণা করে । 


Solution: 

 ২০১১ সালের ১৪ই জুলাই জাতিসংঘের ১৯৩তম রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

   হংকং ভিত্তিক রোবট কোম্পানি Hanson রোবট Sophia তৈরী করে । Sophia ২০১৫ সালের এপ্রিলে চালু হয় । বিশ্বের প্রথম কোনো রোবট হিসেবে Sophia ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পায় ।  


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0