প্রশ্নটি হওয়া ছিলোঃ As Siri is to IOS, ____ is to windows. কিন্তু এখানে Siri এর সাথে তুলনা করা হয়েছে Google এর । মূলত Siri হলো Google এর কোন Platform নয় ।
Siri হচ্ছে IOS পরিচালিত ডিভাইস এর Voice Command চালিত একটি Intelligent assistant. আর Cortana হচ্ছে Windows পরিচালিত ডিভাইস এর Voice Command চালিত একটি Intelligent assistant.
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এক বা একাধিক Record নিয়ে তৈরী হয় টেবিল । সাধারণত কোন একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড সনাক্ত করণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় । এই ফিল্ডকে কী ফিল্ড বলে । কী ফিল্ড প্রধানত তিন ধরনেরঃ Primary Key, Composite Key, Foreign Key.
আর Primary Key তে কোন একটি Record নির্দিষ্টভাবে বা অদ্বিতীয়ভাবে (Unique) সনাক্ত করা থাকে ।
লেজার প্রিন্টারে লেজার রশ্মি এর সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয় । লেজার প্রিন্টার মুদ্রণের জন্য লেজার রশ্মি বা আলোকরশ্মি একটি আলোক সংবেদনশীল ড্রামের উপর মুদ্রণযোগ্য বিষয়ের ছাপা তৈরি করে । তখন লেজার রশ্মির প্রক্ষেপিত অংশ টোনার আকর্ষণ করে । এরপর ড্রাম সেই টোনারকে কাগজে স্থানান্তরিত করে । কাগজের উপর পতিত টোনার উচ্চতাপে গলে গিয়ে স্থায়ীভাবে বসে যায় । এভাবে প্রিন্টারে মুদ্রণের কাজ সম্পন্ন হয় । সাধারণত ডেস্কটপ পাবলিশিং এর কাজে এবং অফিস আদালতে লেজারপ্রিন্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয় । এ প্রিন্টারের ছাপা খুবই উন্নতমানের একে পেজ প্রিন্টারও বলা হয় ।
USB এর পূর্ণরূপ হলো Universal Bus. এটি ১৯৯৮ সাল থেকে ইনটেল। মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে এই বাস ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে । ইউএসবি বাসের ভিত্তিতে এখন কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ তৈরি হচ্ছে ।
URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator. কোন ওয়ের পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয় । URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা । পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে । প্রতিটি URL এ থাকেঃ Web protocol, Web server Nsame/Domain Name, Server Directory/ Folder name, html file name.
বাংলাদেশে পরিচালিত ইসলামী ব্যাংকগুলো হলোঃ Islamic Bank Bangladesh Ltd. Shahjalal Islami Bank Ltd. First Security Bank Ltd. Exim Bank Ltd., Al-Arafa Islami Bank Ltd, Social Islami Bank Ltd, Union Bank Ltd, ICB Islamic Bank Ltd,
দেশীয় মুদ্রার অবমূল্যায়ন হলে তা রপ্তানিকে উৎসাহিত করে আর আমদানিকে নিরুৎসাহিত করে । আর অতিমূল্যায়িত হলে তা রপ্তানিকে নিরুৎসাহিত করে আমদানিকে উৎসাহিত করে ।
DSE-20 index হলো শেয়ার বাজারে শীর্ষ বিনিয়োগকারী (Blue Chip Companies) ২০টি কোম্পানি । ২০০১ সালের জানুয়ারিতে যখন এই DSE-20 চালু হয়েছিল তখন বেশ কিছু Criteria 'র উপর ভিত্তি করে এই কোম্পানিগুলো বাছাই করা হয়েছিল । এসব Criteria গুলো হলো শেয়ার বাজারে কোম্পানির অবদান, পরিশোধিত মূলধনের পরিমাণ, শেয়ার প্রতি আয়, নীট সম্পদের পরিমাণ, গ্রাহকদের প্রদেয় লভ্যাংশ ইত্যাদি । DSE-20 index এর কোম্পানিগুলো হলোঃ ACI, AMCL (pran), APPEX Tannery, Bata shoe, BATBC, BD Lamps, BOC, Beximco pharma, Dhaka Bank, Islami Bank, Prime Bank, Shouteast Bank, Uttara Finance, Square Textiles, Square Pharma, Singer BD, NBL, Monno Ceramics, Meghna Cement, GQ Ball pen.
ঋণের সুবিধাগুলো হলোঃ Overdraft services, deferred payment plans, lines of credit, revolving credit, term loans, letters of credit, swing line loans ইত্যাদি ।
Current ratio দ্বারা মূলত কোন কোম্পানির স্বল্প ও দীর্ঘ মেয়াদি দায় পরিশোধের ক্ষমতাকে নির্দেশ করে । এটা পরিমাপের জন্য কোনো কোম্পানির চলতি সম্পদ ও চলতি দায়-এর হিসেব করতে হয়ও । অর্থাৎ Current Ratio = Current Asset/Current Liabilities .
অন্যদিকে Liquidity Ratio হলো কোম্পানির দায় পরিশোধের ক্ষমতা এবং কোম্পানিটি আর্থিকভাবে কতটুকু নিরাপদ তার একটি পরিমাপ । তাই কোন কোম্পানির Current Ratio এবং Liquidity Ratio কমে গেলে তা মূলত নির্দেশ করে ঐ কোম্পানির নগদ অর্থ সরবরাহের ক্ষমতা কমে যাওয়া, যা মূলত Excess investment এর কারণে হয়ে থাকে ।
১ জুন ২০১৭ সালে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী । দেশের ৪৭ তম এই বাজেট কার্যকর হয়ও ১ জুলাই ২০১৭ থেকে মোট বাজেটের পরিমাণ হলো ৪,০০, ২৬৬ কোটি টাকা যা জিডিপি'র ১৮% ।
হংকং ভিত্তিক রোবট কোম্পানি Hanson রোবট Sophia তৈরী করে । Sophia ২০১৫ সালের এপ্রিলে চালু হয় । বিশ্বের প্রথম কোনো রোবট হিসেবে Sophia ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পায় ।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।