Solution
Correct Answer: Option A
লিমেরিক (Limerick) একটি ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে সরাসরি বাংলা কবিতার মাতৃভূমিতে এসে অনিবার্য নাগরিকত্ব লাভ করেছে এর মহৎ চারিত্রিক বিশিষ্ঠতায়। বিশ্বসাহিত্যের এ নাগরিক “লিমেরিক” ছোট কবিতার (Little Poems) এক অনন্য রচনা শৈলী.ছোট কবিতার এ ফর্মটি সাধারণত ৫ টি বিশিষ্ট চরণে গঠিত। লিমেরিকের অন্ত্যমিলের বিন্যাস হল – ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্ক্তি ১ম, ২য় ও ৫ম এর চেয়ে মাপে ছোট হয়। ইংরেজি নার্সারী রাইম (Nursery rhyme) থেকে এর উৎপত্তি। সাধারণতঃ লিমেরিকের বক্তব্য অর্থবোধক হয় না, বরং দ্যোতনাযুক্ত হয়.