Solution
Correct Answer: Option C
জাতীয় কৃষি দিবস পালিত হয় পহেলা অগ্রহায়ণ। সাধারণত অগ্রহায়ণ মাসে দেশে আমন ধান ঘরে তোলা হয়। নতুন ফসল তোলাকে কেন্দ্র করে গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালিত হয়।
এই উৎসবকে জাতীয়রূপ দিতে বাংলাদেশ সরকার ২০০৮ সালে পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় কৃষি দিবস’ ঘোষণা করে।