আন্তর্জাতিক চুক্তি (16 টি প্রশ্ন )
 

১৯৭০ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ একটি প্রস্তাবে (‘The Prohibition of the Emplacement of nuclear weapons and other weapons of mass destruction on the sea-bed and the ocean floor and the subsoil thereof’) অনুমোদিত হয়। প্রস্তাবের পক্ষে ১০৪টি এবং বিপক্ষে ২টি ভোট পড়ে। ১৯৭১ সালের ১১ ফেব্রুয়ারি ঐ প্রস্তাব অনুসারে মস্কো, লন্ডন ও ওয়াশিংটনে চুক্তিস্বাক্ষরের অনুষ্ঠান হয়। সাধারণ পরিষদের ৩০তম অধিবেশনে সোভিয়েত ইউনিয়ন জল, ভূগর্ভ, মহাশূন্যে আণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ বন্ধ রাখার একটি প্রস্তাব পেশ করে। ৯৪-২ ভোটে ঐ বিষয়ে সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হয়।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

যুদ্ধ-উপদ্রুত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আন্তর্জাতিক আইন রয়েছে, তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন (জেনেভা কনভেনশনস)। এতে চারটি আনুষ্ঠানিক চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল রয়েছে। বস্তুত, একবচন শব্দ হিসেবে জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে। এই সন্ধিপত্রেই চতুর্থ চুক্তিটি যোগ করা হয় ও প্রথম তিনটি চুক্তির (১৮৬৪, ১৯০৬, ১৯২৯) হালনাগাদ করা হয়। চতুর্থ জেনেভা কনভেনশনের (১৯৪৯) বিভিন্ন অনুচ্ছেদে যুদ্ধকালীন সময়ে বা সামরিক সংঘাতে ধৃত ব্যক্তির মৌলিক অধিকারসমূহ নির্দিষ্টভাবে ও বিশদ ভাষায় নিরূপণ করা হয়েছে। এতে প্রতিষ্ঠিত হয়েছে আহতদের এবং যুদ্ধাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা। ১৯৪৯ সালের এই চুক্তিগুলোকে সম্পূর্ণরূপে অথবা রিজার্ভেশনসহ (একটি চুক্তির কার্যধারা মুলতুবি রাখার প্রক্রিয়া) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ১৯৪ টি দেশ।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0