বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ (91 টি প্রশ্ন )

১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম হল "Instrument of Surrender"।

- "Instrument of Surrender" হল একটি আনুষ্ঠানিক দলিল যা একটি যুদ্ধের সমাপ্তির ঘোষণা দেয়। এটি বিজয়ী এবং পরাজিত উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী এবং ভারতীয় ও বাংলাদেশ যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এই দলিলে স্বাক্ষর করেন।
- এই দলিলের মাধ্যমে পাকিস্তান পূর্বাঞ্চলীয় কমান্ড ভারতীয় ও বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'। চলচ্চিত্রটি সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে চিত্রায়িত। চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়। এর পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
১,রাইফেল রোটি আওরাত;আনোয়ার পাশা।
২,জাহান্নাম হইতে বিধায়;শওকত ওসমান।
৩,ওংকার;আহমদ ছফা।
৪,হাঙ্গর নদী গ্রেনেড;সেলিনা হোসেন।
৫,খাঁচায়;রশীদ হায়দার।
.
মুক্তিযুদ্ধভিত্তিক কবিতাঃ
১,মুক্তিযোদ্ধা;জসীমউদদীন।
২,দগ্ধগ্রাম;জসীমউদদীন।
৩,বন্দী শিবির থেকে;শামসুর রহমান।
৪,পুত্রদের প্রতি;আবুল হোসেন।
৫,প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে;সুফিয়া কামাল।
.
মুক্তিযুদ্ধভিত্তিক  নাটকঃ
১,পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২,বকুলপুরের স্বাধীনতা;মমতাজউদদীন আহমদ।
৩,নরকে লাল গোলাপ;আলাউদদীন আল আজাদ।
৪,আয়নায় বন্ধুর মুখ;আবদুল্লাহ আল মামুন।
৫,যে অরন্যে আলো নেই;নীলিমা ইব্রাহিম।
স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ
১,ক্রতিদাসের হাসি;১৯৬২;শওকত ওসমান।
২,কিষাণ;১৯৬৯;ইন্দু সাহা।
৩,রাঙ্গা প্রভাত;১৯৫৭;আবুল ফজল।
৪,নীড় সন্ধানী;১৯৬৮;আনোয়ার পাশা।
৫,বিদ্রোহী কৈবর্ত;১৯৬৯;সত্যেন সেন।
 

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করেন। ১৩ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের এক সভায় সরকার গঠন অনুমোদন করা হয়। ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের সদস্যগণ মেহেরপুর বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন। সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের চীপ হুইপ অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী সরকারের (মুজিবনগর সরকার নামে পরিচিত) সদস্যদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

ইউসুফ আলী (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৯৯) স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পু্নর্বাসন দপ্তরের প্রধান এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি দিনাজপুরে জন্মগ্রহন করেন।এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি (১৯৭২-৭৬) ছিলেন।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় ভাষণ দেন। এই ভাষণের ভিডিও রেকর্ড করে পাকিস্তান চলচ্চিত্র বিভাগের পরিচালক ও অভিনেতা আবুল খায়ের
ও অডিও রেকর্ড করে এ এইচ খন্দকার।  বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষণের দাবি ছিল চারটি-
১. চলমান সামরিক আইন প্রত্যাহার
২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
৩. গণহত্যার তদন্ত করা
৪. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- ১৯৪০ খ্রীস্টাব্দের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবী জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে।

- বর্তমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।

-  পরবর্তীতে এটি পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত হয়।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।

বাংলার প্রাচীন জনপদসমুহ হলো- গৌড়, বঙ্গ, পুন্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ ইত্যাদি। মহাস্তাগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই তা কানিংহাম শনাক্ত করেন। 


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।

কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরী চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। এটি প্রথমে 'ফসলিসন' নামে পরিচিত পায়, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই। তারপর থেকে মোগলরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত পহেলা বৈশাখ পালন করেন।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 

বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হলঃ- ০১     মহিউদ্দীন জাহাঙ্গীর     বাংলাদেশ সেনা বাহিনী     ক্যাপ্টেন ০২     হামিদুর রহমান     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৩     মোস্তফা কামাল     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৪     মোহাম্মদ রুহুল আমিন     বাংলাদেশ নৌ বাহিনী     ইঞ্জিনরুম আর্টিফিসার ০৫     মতিউর রহমান     বাংলাদেশ বিমান বাহিনী     ফ্লাইট লেফটেন্যান্ট ০৬     মুন্সি আব্দুর রউফ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক ০৭     নূর মোহাম্মদ শেখ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0