আন্তর্জাতিক পূর্বনাম ও বর্তমান নাম (4 টি প্রশ্ন )
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা।
- ৩০ এপ্রিল, ১৯৮৭ সালে এটি গঠিত হয়।
- সংস্থাটির পূর্ব নাম ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি), যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- রাজউকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- এটি রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।

- রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। সাত পাহাড়ের নাম হলো- অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল।

- ভেনিস রাজপ্রাসাদের নগরী, দ্বীপের নগরী, নিশ্চুপ সড়কের শহর, অ্যাড্রিয়াটিকের রানী নামে পরিচিত।
- থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি ।
- পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল।
- ২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় ।
- থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির' বা 'শ্বেত হস্তীর' দেশ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0