বৈশ্বিক ইতিহাস, ভূগোল (44 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত অস্ট্রেলিয়া (ওশেনিয়া) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ।
-এটি ভৌগোলিকভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এর আয়তন ৮৫,২৫,৯৮৯ বর্গ কি.মি., যা পৃথিবীর মোট আয়তনের ৫.৮%।
-অস্ট্রেলিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪টি।

-আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪৪৫৭৯০০০ বর্গ কি.মি.।
-এ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৪৪টি।
-আয়তনে দ্বিতীয় আফ্রিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা ও পঞ্চম ইউরোপ মহাদেশ।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- "আল-কানুন ফি আল-তিব্ব" বা ইংরেজিতে "The Canon of Medicine" হলো মধ্যযুগের চিকিৎসা শাস্ত্রের একটি বিশ্বকোষ, যা বিখ্যাত পারস্যের মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক ইবনে সিনা (পশ্চিমা বিশ্বে Avicenna নামে পরিচিত) রচনা করেন।
- এই বইটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে একটি অপরিহার্য পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- ক্যালেডীয় সভ্যতা ইতিহাসে 'নতুন ব্যাবিলনীয় সভ্যতা' নামেও পরিচিত।
- ক্যালেডীয়সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার।
- তিনি রানির জন্য এক মনোরম উদ্যান নির্মাণ করেন, যা ইতিহাসে 'ব্যাবিলনের শূন্য উদ্যান' (The Hanging Gardens of Babylon) নামে পরিচিত।
- এটি প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। ক্যালডীয়রাই প্রথমে সপ্তাহকে ৭ দিনে ও প্রতিদিনকে ১২ ঘণ্টায বিভক্ত করে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সুয়েজ খাল মিসরে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা ১৮৬৯ সালে খনন করা হয়।
⇒ এই খালটি উত্তরে ভূমধ্যসাগর (Mediterranean Sea) এবং দক্ষিণে লোহিত সাগরকে (Red Sea) সংযুক্ত করেছে।
⇒ এই খাল খননের ফলে ইউরোপ থেকে এশিয়ায় আসার জন্য জাহাজগুলোকে আর পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না।
⇒ এর ফলে নৌপথের দূরত্ব ও সময় দুটোই অনেক কমে গেছে, যা বিশ্ব বাণিজ্যে বিপ্লব ঘটিয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।
- পূর্ব জার্মানির জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (GDR) পশ্চিম জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (FRG) সাথে একীভূত হয়।
- একীভূত জার্মানি ফেডারেল প্রজাতন্ত্র (FRG) নামে পরিচিত হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
 

তাইওয়ান কে পঞ্চম ড্রাগনের দেশ বলা হয়।

i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকা ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে।
- এই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্রটি (Declaration of Independence) রচনা করেছিলেন টমাস জেফারসন।
- আমেরিকার ১৩টি উপনিবেশ একত্রিত হয়ে ব্রিটেনের বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল।
- যদিও ১৭৮৩ সালে 'প্যারিস চুক্তির' মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা মেনে নেয়, তবুও ১৭৭৬ সালকেই আমেরিকার স্বাধীনতার জন্মসাল ধরা হয়।

ভুল অপশনগুলো কেন হল না:
১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয়। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়। ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, এটি স্বাধীনতার সাল নয়।
i
ব্যাখ্যা (Explanation):
নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসনে পাঠানো হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশ সরকার তাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দুর্গম দ্বীপে নির্বাসিত করে। সেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

দক্ষিণ গোলার্ধের ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এলাকায় প্রবাহিত শক্তিশালী বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। আবার ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এলাকাকেও গর্জনশীল চল্লিশা বা Roaring Forties বলে। সারা বছর ধরে পশ্চিম দিক থেকে প্রবল বায়ুপ্রবাহ এ এলাকার বৈশিষ্ট্য।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 

ডোভার প্রণালী (ইংরেজি: Strait of Dover) গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে। ফরাসিরা এটিকে কালে প্রণালী (ফরাসি: Pas-de-Calais; আ-ধ্ব-ব: [pɑdə kalɛ]) নামে ডাকে।

i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েক যুগ কেটে গেছে বড় ধরণের ভুমিকম্প আতঙ্কে ।বছরের পর বছর সেখানের মানুষেরা শুনে আসছে সেখানে যে কোন সময় ভূমিকম্প আসতে পারে ।এসব ভূমিকম্পই পরবর্তীতে Big one নামে পরিচিত ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0