Solution
Correct Answer: Option B
• বাংলাদেশের জাদুঘর:
- বাংলাদেশের প্রথম জাদুঘর — বরেন্দ্র গবেষণা জাদুঘর।
- ১৯১০ সালের এপ্রিল মাসে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
- দিঘাপতিয়া রাজপরিবারের — কুমার শরৎকুমার রায় এর পৃষ্ঠপোষকতায করেন।
- ১৯২৫ সালে বলধার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী বোটানিক্যাল গার্ডেনসহ ঢাকায় প্রতিষ্ঠা করেন — বলধা জাদুঘর।
- ১৯১৩ সালে — ঢাকা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৭ সালে বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুর এ সর্বপ্রথম একটি কক্ষে প্রত্নস্থল জাদুঘর স্থাপিত হয়।
- কুষ্টিয়া জেলার শিলাইদহস্থ কুঠিবাড়ি নামে পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এর বাড়ি ১৯৫৭ সালে ‘সংরক্ষিত সৌধ’ হিসেবে ঘোষিত হয়। পরে এটি রূপান্তরিত হয় ব্যক্তিগত স্মৃতিরক্ষামূলক জাদুঘরে।
- ১৯৮৩ সালের ২০ সেপ্টেম্বর — বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।