আন্তর্জাতিক নদ-নদী, সাগর-মহাসাগর (22 টি প্রশ্ন )
বিশ্বের দীর্ঘতম নদী-নীলনদ। আর বিশ্বের প্রশস্ততম নদী-আমাজন।








ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



 

আমু দরিয়া কেন্দ্রীয় এশিয়ার দীর্ঘতম নদী। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী।



পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
  • প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
  • গড় গভীরতা - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি.
  • প্রশান্ত মহাসাগরে মোট দ্বীপের সংখ্যা প্রায় ২৫ হাজার, যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়ে বেশি। 
  • পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত এই মহাসাগরে। ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত‌।
বেরিং প্রণালী (Bering Strait) এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসগাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুকচি সাগরের সাথে যুক্ত করেছে।
 

মানুষের বানানো পৃথিরীর  দীর্ঘতম ও সবচেয়ে প্রাচীনতম খাল চীনের গ্র্যান্ড খাল। এটি সুয়েজ খালের চেয়ে ৯গুণ দীর্ঘ। ২০১৪ সালের জুনে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেসকো।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0