যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?

A ১৮৬৩

B ১৮৭২

C ১৮৬৪

D ১৮৬১

Solution

Correct Answer: Option A

- যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করেন।
- তিনি 'Emancipation Proclamation' বা মুক্তি ঘোষণার মাধ্যমে বিদ্রোহী রাজ্যগুলোর সকল ক্রীতদাসকে মুক্ত বলে ঘোষণা দেন।
- এই ঘোষণাটি আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১–১৮৬৫) চলাকালীন সময়ে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল।
- পরবর্তীতে ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে দাসপ্রথা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

ভুল অপশনগুলো কেন হল না:
১৮৬১ সালে যুক্তরাষ্ট্রে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ (Civil War) শুরু হয়। ১৮৬৪ সাল গৃহযুদ্ধ চলাকালীন সময় এবং ১৮৭২ সাল হলো পুনর্গঠন বা Reconstruction যুগের সময়কাল, যা দাসপ্রথা বিলুপ্তির সাল নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions