Solution
Correct Answer: Option A
- যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করেন।
- তিনি 'Emancipation Proclamation' বা মুক্তি ঘোষণার মাধ্যমে বিদ্রোহী রাজ্যগুলোর সকল ক্রীতদাসকে মুক্ত বলে ঘোষণা দেন।
- এই ঘোষণাটি আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১–১৮৬৫) চলাকালীন সময়ে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল।
- পরবর্তীতে ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে দাসপ্রথা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।
ভুল অপশনগুলো কেন হল না:
১৮৬১ সালে যুক্তরাষ্ট্রে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ (Civil War) শুরু হয়। ১৮৬৪ সাল গৃহযুদ্ধ চলাকালীন সময় এবং ১৮৭২ সাল হলো পুনর্গঠন বা Reconstruction যুগের সময়কাল, যা দাসপ্রথা বিলুপ্তির সাল নয়।