সার্ক (3 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
• দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC):
- পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation (SAARC).
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল
- বর্তমান সদস্য: ৮টি দেশ:
⇒ বাংলাদেশ,
⇒ ভারত,
⇒ পাকিস্তান,
⇒ নেপাল,
⇒ শ্রীলঙ্কা,
⇒ মালদ্বীপ,
⇒ ভুটান,
⇒ আফগানিস্তান (সর্বশেষ সদস্য, ২০০৭ সালে যোগ দেয়)।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC)-এর সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত
- ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের মাধ্যমে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৮টি; যথা - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই এই সংস্থার মূল লক্ষ্য।
- সার্কের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের অবস্থান: সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় (বাংলাদেশ) এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে (শ্রীলঙ্কা) অবস্থিত।
- এছাড়াও সার্ক শক্তি কেন্দ্র পাকিস্তানের ইসলামাবাদে এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বর্তমানে ভারতের গুজরাটে অবস্থিত।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0