বিশ্ববিখ্যাত “মোনালিসা” চিত্রটির চিত্রকর কে?
A. লিওনার্দো দা ভিঞ্চি
B. মাইকেল এঞ্জেলো
C. ভ্যানগগ
D. পাবলো পিকাশো
Answer: Option A
Solution(By Myexaminer Team)
লিওনার্দো দা ভিঞ্চি (ইতালীয় Leonardo da Vinci লেওনার্দো দা ভিঞ্চি, পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি) (এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্হপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চী নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫শে এপ্রিল। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়।
আজ Thursday, December 26, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
গণিত ও মানসিক দক্ষতা | পরীক্ষা-১৪ সমস্যার সমাধান(Problem Solving): বিভিন্ন গাণিতিক সমস্যা:- ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা-স্রোত বিষয়ক সমস্যা, নল-চৌবাচ্চা বিষয়ক সমস্যা। |
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৪৯ পরীক্ষা-১৪৭ ও পরীক্ষা-১৪৮ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন) |
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী | সাপ্তাহিক প্রবাহ- ৪০ বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬২ বাংলা ব্যাকরণ |
জব সলিউশন | জব সল্যুশন- ৪৩৯ ২০২৪ সালের জানুয়ারি মাসের যেকোনো একটি প্রশ্ন সেট থেকে। |
বাংলা সাহিত্য ও ব্যাকরণ | ব্যাচ-১৪ / পরীক্ষা- ৮ বাংলা ব্যাকরণ
উপসর্গ, অনুসর্গ। |
৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) | পরীক্ষা- ৯ English Grammar
Topic:
Noun, Pronoun, Gender, Number, Adjective, Verb. |