জাতিসংঘ ও অন্যান্য সংস্থা (92 টি প্রশ্ন )



 

জাতিসংঘের প্রথম মহাসচিব-ট্রিগভালি।


ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ১৯টি দেশে ইউরো’ | মুদ্রা চালু রয়েছে। এছাড়া আরো ৭টি দেশ রয়েছে যারা কোনো না কোনো সময় ইউরো চালু করতে বাধ্য। তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য এক্ষেত্রে কখনোই ইউরো চালু করতে বাধ্য নয়।
- ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।
- এটি রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে।
- ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।

♦ ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নঃ
- EU এর পূর্ণরুপ -European Union
- শেনজেন চুক্তি হচ্ছে -অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে
- Schengen Area ভুক্ত দেশ নয় -ব্রিটেন
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ -২৭ টি
- ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যে দেশ বের হয়েছে যুক্তরাজ্য
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -EU
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -WTO
- কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে -রোম চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -১৯৫৭ সালের ২৫ মার্চ
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -ব্রাসেলস ,বেলজিয়াম
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর -জার্মানির ফ্রাঙ্কফুটে
- ব্রেক্রিট হলো -ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ১৫ টি। এর মধ্যে ৫ টি স্থায়ী এবং ১০ টি অস্থায়ী সদস্য, যারা নির্দিষ্ট অঞ্চল থেকে দুই বছরের জন্য নির্বাচিত হন।


CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এর সদস্য সংখ্যা ১৫।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন






 

নিরাপত্তা পরিষদের পনের সদস্য নিয়ে গঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও ১০ জন অস্থায়ী সদস্য আছে, যারা নিদিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হন।



 

সঠিক উত্তর নাই । হবে ১৯৯৫। তবে ১৯৯৩ ও হবে কেননা উরুগুয়ে রাউন্ড দ্বারা ই এটি করা হয় । ফলে ১৯৯৩ ও উত্তর হতে পারে। 


 

সঠিক উত্তর নাই । হবে ১৯৪৭। কিন্তু ১৯৪৪ ও এখানে উত্তর নিতে পারে। কারণ ঐবছর প্রতিষ্ঠা হয় ।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

The G8 (G7 from 2014 due to Russia's suspension) is an inter-governmental political forum of the world′s major highly industrialized economies in countries that view themselves as democracies.

The forum originated with a 1975 summit hosted by France that brought together representatives of six governments: France, Germany, Italy, Japan, the United Kingdom, and the United States, thus leading to the name Group of Six or G6. The summit came to be known as the Group of Seven, or G7, in 1976 with the addition of Canada. Russia was added to the political forum from 1997, which the following year became known as the G8. In March 2014 Russia was temporarily suspended following the annexation of Crimea. The European Union is represented at the G8 since the 1980s as a "nonenumerated" participant, but originally could not host or chair summits.

Recent Summit: 42nd    May 26–27, 2016 Japan    Shinzō Abe    

Upcoming Summit: 43rd    May 26–27, 2017     Italy    Paolo Gentiloni


 

কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র সমূহ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।  এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।


 

07 March, 2016,  কমনওয়েলথের বর্তমান সদস্যপদ সংখ্যা = ৫৩



 

বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩



 

আরব লীগের বর্তমান সদস্য দেশঃ ২২ টি।

Algeria, Bahrain, Comoros, Djibouti, Egypt, Iraq, Jordan, Kuwait, Lebanon, (Libya), Mauritania, Morocco, Oman, Palestine, Qatar, Saudi Arabia, Somalia, Sudan, Syria, Tunisia, United Arab Emirates, Yemen



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গ্রুপ-৭৭ হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। এর সদস্য দেশ ১৩৪ টি। ১৯৬৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0