Who wrote 'Pride and Prejudice"?
Solution
Correct Answer: Option B
- ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ উপন্যাসটির রচয়িতা হলেন ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন।
- এটি ১৮১৩ সালে প্রথম প্রকাশিত একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস।
- এই উপন্যাসের প্রধান চরিত্র হলো এলিজাবেথ বেনেট।
- জেন অস্টেনের অন্যান্য বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে 'সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি' এবং 'এমা'।
- অন্যদিকে, জন কিটস, এস.টি. কোলরিজ এবং শেলি ছিলেন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি, ঔপন্যাসিক নন।