জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

A রাখালী

B সোজন বাদিয়ার ঘাট

C বালুচর

D ধানক্ষেত

Solution

Correct Answer: Option A

' কবর ' জসীমউদদীনের বিখ্যাত ও বহুল আলােচিত কবিতা । কলকাতা বিশ্ববিদ্যালয় কবিতটিকে প্রবেশিকা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করে । পরবর্তীকালে কবিতাটি কবির রাখালী কাব্যগ্রন্থে সংকলিত হয় । করণ রসাত্মক এ কবিতায় প্রধান হয়ে উঠেছে এক গ্রামীণ বৃদ্ধের জীবনের গভীর বেদনাগাথা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions