বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (উপ-সহকারী পরিচালক) - ০৫.১২.২০২০ (32 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
৪ এর বর্গ = ৪ = ১৬
৪ এর বর্গমূল = √৪ = ২

সুতরাং ৪ এর বর্গ তার বর্গমূলের চেয়ে (১৬ - ২) = ১৪ বেশি।
তাই সঠিক উত্তর হবে ৪
i
ব্যাখ্যা (Explanation):
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
28° কোণের সম্পূরক কোণ = (180 - 28)° = 152°
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর


পিতা ও মাতার মোট বয়স (৪৫ × ২) বছর = ৯০ বছর



পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর


পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স= (৩৬ × ৩) বছর = ১০৮ বছর



∴ পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর
i
ব্যাখ্যা (Explanation):
২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৫২ টাকা হলে ক্রয়মূল্য (৫৫২X১০০)/৮০ 
= ৬৯০ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স প্রথম আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।

- জিনোম সিকোয়েন্সকে কাজে লাগিয়ে প্রথম উৎপাদিত পাট হলো রবি-১।

- উল্লেখ্য মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবার এবং বাংলাদেশের হয়ে পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন।

- বাংলাদেশি জিনতত্ত্ববিদ মাকসুদুল আলম ২০ ডিসেম্বর ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে মারা যান ।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
i
ব্যাখ্যা (Explanation):
কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত।
- দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত স্থাপিত হয়েছে মহেশখালী।
- দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে- মাতারবাড়ী।
i
ব্যাখ্যা (Explanation):
Add (verb) - যোগ করা
Addition (Noun) - যোগ করা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- 'Reduce' শব্দের প্রতিশব্দ হল 'lessen'। এই দুটি শব্দের অর্থ একই - কোনো কিছুর পরিমাণ বা মাত্রা কমানো।
'Reduce' এর বাংলা অর্থ হল কমানো বা হ্রাস করা। আর 'lessen' এর বাংলা অর্থও একই - কমানো বা হ্রাস করা।

• enlarge - বাড়ানো বা বৃদ্ধি করা
• broaden - প্রসারিত করা বা বিস্তৃত করা
• amplify - বর্ধিত করা বা শক্তিশালী করা
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
পুরুষবাচক ও স্ত্রীবাচক
কুলি – কামিন 
শুক – সারী,
বাদশা – বেগম,
সাহেব – বিবি,
জামাই – মেয়ে ।
i
ব্যাখ্যা (Explanation):
-বিনা/বিনেঃ কর্তৃকারকের সঙ্গে - তুমি বিনা (বিনে)' আমার কে আছে?
-এখানে ‘বিনে’ কর্মপ্রবচনীয় পদটি দ্বারা মূলত আবশ্যিকতা বুঝানো হচ্ছে।
i
ব্যাখ্যা (Explanation):
কিছু বিপরীত শব্দের উদাহরণ-
 ঐহিক - পারত্রিক
 মহত্মা - দুরাত্মা
 ধৃষ্ট - নম্র/ বিনয়ী
 নিন্দিত - প্রশংসিত
 সংশয় - নিশ্চয়
 ঊষর - উর্বর
 আঁঠি - শাঁস
 তিমির - আলো
 সান্ত - অনন্ত
 কৃতঘ্ন - কৃতজ্ঞ
 ভার্যা - পতি
 লিপ্ত - নির্লিপ্ত
i
ব্যাখ্যা (Explanation):
- শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার রচিত বিখ্যাত উপন্যাস হলো ‘সারেং বৌ’।
- ‘রাজবন্দীর রোজনামচা’ তার বিখ্যাত স্মৃতিকথা এবং ‘পেশোয়ার থেকে তাশখন্দ’ তার ভ্রমণকাহিনী।
- শহীদুল্লাহ কায়সার ছিলেন আরেকজন বিখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান এর বড় ভাই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
কিছু গুরুত্তপুর্ণ বাগধারাঃ
- ছকড়া নকড়া = সস্তা দর 
- নয় ছয় = অপচয় 
- হুকো-নাপিত বন্ধ করা = সমাজচ্যুত করা
- তালকানা = কাণ্ডজ্ঞানহীন।
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন
- অষ্টরম্ভা = ফাঁকি
- হরি ঘোষের গোয়াল = বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
- হ য ব র ল = বিশৃঙ্খল
- হাড় হাভাতে = হতভাগ্য
- অকূল পাথার = ভীষণ বিপদ
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক, শত্রুতা
- গলগ্রহ = পরের বোঝা স্বরুপ 
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0