বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (উপ-সহকারী পরিচালক) - ০৫.১২.২০২০ (32 টি প্রশ্ন )
৪ এর বর্গ = ৪ = ১৬
৪ এর বর্গমূল = √৪ = ২

সুতরাং ৪ এর বর্গ তার বর্গমূলের চেয়ে (১৬ - ২) = ১৪ বেশি।
তাই সঠিক উত্তর হবে ৪
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
28° কোণের সম্পূরক কোণ = (180 - 28)° = 152°




পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর


পিতা ও মাতার মোট বয়স (৪৫ × ২) বছর = ৯০ বছর



পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর


পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স= (৩৬ × ৩) বছর = ১০৮ বছর



∴ পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর
২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৫২ টাকা হলে ক্রয়মূল্য (৫৫২X১০০)/৮০ 
= ৬৯০ টাকা


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স প্রথম আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।

- জিনোম সিকোয়েন্সকে কাজে লাগিয়ে প্রথম উৎপাদিত পাট হলো রবি-১।

- উল্লেখ্য মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবার এবং বাংলাদেশের হয়ে পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেন।

- বাংলাদেশি জিনতত্ত্ববিদ মাকসুদুল আলম ২০ ডিসেম্বর ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে মারা যান ।
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।




কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত।
- দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত স্থাপিত হয়েছে মহেশখালী।
- দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে- মাতারবাড়ী।
Add (verb) - যোগ করা
Addition (Noun) - যোগ করা




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



- 'Reduce' শব্দের প্রতিশব্দ হল 'lessen'। এই দুটি শব্দের অর্থ একই - কোনো কিছুর পরিমাণ বা মাত্রা কমানো।
'Reduce' এর বাংলা অর্থ হল কমানো বা হ্রাস করা। আর 'lessen' এর বাংলা অর্থও একই - কমানো বা হ্রাস করা।

• enlarge - বাড়ানো বা বৃদ্ধি করা
• broaden - প্রসারিত করা বা বিস্তৃত করা
• amplify - বর্ধিত করা বা শক্তিশালী করা

পুরুষবাচক ও স্ত্রীবাচক
কুলি – কামিন 
শুক – সারী,
বাদশা – বেগম,
সাহেব – বিবি,
জামাই – মেয়ে ।

-বিনা/বিনেঃ কর্তৃকারকের সঙ্গে - তুমি বিনা (বিনে)' আমার কে আছে?
-এখানে ‘বিনে’ কর্মপ্রবচনীয় পদটি দ্বারা মূলত আবশ্যিকতা বুঝানো হচ্ছে।
কিছু বিপরীত শব্দের উদাহরণ-
 ঐহিক - পারত্রিক
 মহত্মা - দুরাত্মা
 ধৃষ্ট - নম্র/ বিনয়ী
 নিন্দিত - প্রশংসিত
 সংশয় - নিশ্চয়
 ঊষর - উর্বর
 আঁঠি - শাঁস
 তিমির - আলো
 সান্ত - অনন্ত
 কৃতঘ্ন - কৃতজ্ঞ
 ভার্যা - পতি
 লিপ্ত - নির্লিপ্ত
- শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার রচিত বিখ্যাত উপন্যাস হলো ‘সারেং বৌ’।
- ‘রাজবন্দীর রোজনামচা’ তার বিখ্যাত স্মৃতিকথা এবং ‘পেশোয়ার থেকে তাশখন্দ’ তার ভ্রমণকাহিনী।
- শহীদুল্লাহ কায়সার ছিলেন আরেকজন বিখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান এর বড় ভাই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কিছু গুরুত্তপুর্ণ বাগধারাঃ
- ছকড়া নকড়া = সস্তা দর 
- নয় ছয় = অপচয় 
- হুকো-নাপিত বন্ধ করা = সমাজচ্যুত করা
- তালকানা = কাণ্ডজ্ঞানহীন।
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন
- অষ্টরম্ভা = ফাঁকি
- হরি ঘোষের গোয়াল = বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
- হ য ব র ল = বিশৃঙ্খল
- হাড় হাভাতে = হতভাগ্য
- অকূল পাথার = ভীষণ বিপদ
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক, শত্রুতা
- গলগ্রহ = পরের বোঝা স্বরুপ 
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0