বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (২৭.১০.১৭) (77 টি প্রশ্ন )
Human Development Reports রিপোর্ট অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ মালদ্বীপ, এরপর শ্রীলংকা।
কম্পিউটারের স্মৃতিকে প্রধানত দুটিভাগে ভাগ করা হয় । ১ . প্রধান স্মৃতি ও ২ , সহায়ক স্মৃতি । প্রধান স্মৃতির দুটি RAM ও ROM । সহায়ক স্মৃতির মধ্যে রয়েছে | HDD , Floppy Disk , CD , DVD , Pendrive ইত্যাদি ।
বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সেটি উত্তোলন করেন ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাই কমিশনার হিসাবে কর্মরত বীর মুক্তিযােদ্ধা এম হােসেন আলী । তিনি মিশনের ৬৫ জন কর্মকর্তা - কর্মচারীসহ পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রদর্শন করেন । এখান থেকেই শুরু হয় বিপ্লবী সরকারের প্রতি বিদেশি সমর্থন আদায়ের কার্যক্রম ।
- বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর । 
- এ সংস্থাটির অফিসিয়াল ভাষা ৬টি ।
- যথা : ইংরেজি , ফরাসি , চীনা , রুশ , স্প্যানিশ ও আরবি ।

কী - বাের্ড ( Key board ) কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস । বর্তমানে প্রচলিত কী - বাের্ডগুলাের মধ্যে সর্বোচ্চ কী থাকে ১০৫টি । এর মধ্যে Shift , Option , Command Control , Alt প্রভৃতি কী - গুলােকে Modifier Key বলা হয় ।
পদ্মার প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা । পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই , আড়িয়াল খাঁ , কুমার , মাথাভাঙ্গা , ভৈরব অন্যতম ।
বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি ।
সাত গম্বুজ মসজিদ ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত মােঘল আমলে নির্মিত একটি স্থাপত্য । ১৬৮০ সালে মােঘল সুবাদার শায়েস্তা খাঁ এর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন । আর ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ । ১৫ শতকে হযরত খানজাহান আলী ( র ) ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন ।
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান অথবা পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠাবেন ১৫ দিনের মধ্যে । তবে কোনাে বিল পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠালে ফেরত আসার পর তা পাস করতে হবে ৭ দিনের মধ্যে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Microsoft Excel / MS - Excel একটি জনপ্রিয় স্প্রেডশীট সফটওয়্যার । স্প্রেডশীট প্রােগ্রামের রাে ও কলামের সাহায্যে গঠিত পেইজ বা শীটকে ওয়ার্কশীট বলে । আর ওয়ার্কশীটের প্রতিটি আয়তাকার অংশকে সেল ( Cell ) বলা হয় ।
- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী ‘ সিডনি' কে দক্ষিণের রানি বলা হয় ।
- এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী ।
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক । স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ ।
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড় । । আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র । ১৮৭৯ সালে । প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিং হাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন । বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতােয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান । মহাস্থানগড় এর পূর্বনাম পুণ্ড্রনগর ।
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation)
- এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।
Microsoft Word বা MS Word হলাে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Word Processing Software । MS Word থেকে প্রিন্ট দেয়ার জন্য File মেনুতে গিয়ে Print কমান্ড দিতে হয় অথবা Ctrl + P চাপতে হয় ।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
প্রশ্নে উল্লেখিত অপশনগুলাের মধ্যে অস্ট্রিয়া NATO ' র সদস্য নয় ।
- Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- ২০১১ সালে Organization of Islamic Conference (OIC) থেকে বর্তমান নাম Organization of Islamic Cooperation করা হয়।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
- ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে মুসলিম প্রধান না হয়েও যেসব দেশ OIC ' র সদস্য সেগুলাে হল - উগান্ডা , ক্যামেরুন , বেনিন , মােজাম্বিক , গায়ানা ও সুরিনাম ।
জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিনেটর গেলর্ড নেলসনের নেতৃত্বে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন । তখন থেকে এদিনটি প্রতি বছর বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়ে আসছে । প্রতি বছর ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জনগণ বিজয় দিবস হিসেবে পালন করে । ১৭ মার্চ ও ২১ নভেম্বর যথাক্রমে জাতীয় শিশু দিবস ও সশস্ত্র বাহিনী দিবস।
সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যাই হলাে কোরাম ( Quortan ) । কোরামের সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম চলতে পারে না । বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে । ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি ঘােষণা করেন । কোনাে বৈঠকে কোরাম থাকাকে বলে Quarate এবং কোরাম না থাকাকে বলে Inquarate ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

n = 2 ধরে   [ n জোড় সংখ্যা ] 

Option-1: n= 2= 4  

Option-2: 3(n - 1) + 3 = 3(2 - 1) + 3 = 3 + 3 = 6 

Option-3: 2n + 2 = 2 * 2 + 2 = 4 + 2 = 6 

Option-4: 2n + 3 = 2 * 2 + 3 = 7   [বিজোড় সংখ্যা ] 

∴ 2n + 3 সংখ্যাটি জোড় হতে পারে না । 


ব্যাখ্যাঃ         ধরি, ছাত্র সংখ্যা x জন । 

              ৪ জন করে বসলে বেঞ্চের সংখ্যা (x/৪ + ৩) টি 

              ৩  "     "      "      "        "   (x/৩ - ৬/৩) টি 

               x/৪ + ৩ = x/৩ - ৬/৩ 

         => x/৪ + ৩ = x/৩ - ২ 

        => x/৩ - x/৪ = ৩+২ 

       => ৪x - ৩x /১২ = ৫ 

                  x = ৬০ 


ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a মিটার
তাহলে কর্ণের দৈর্ঘ্য = a√2 মিটার
তাহলে তাকে কম হাটতে হয়েছে = 2a -a√2 = 2 - 1.414 = 0.586a মিটার
∴ কম হাটার শতকরা পরিমান = 0.586a/2a ✕100=29.3%


১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা 

২০% কমে বইটির ক্রয়মূল্য (১০০ - ২০) টাকা 

                                      = ৮০ টাকা 

 ৪০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৪০) টাকা 

                                    = ১৪০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা 

 "        ৮০  "     "         "       ১৪০*৮০/১০০ " 

                                      = ১১২ টাকা 

বিক্রয়মূল্য (১১২ - ৯০) টাকা বা ২২ টাকা 

২২ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা 

 ৪৪   "      "     "     "        "    ১০০*৪৪/২২ " 

                                       = ২০০ টাকা 


  অনুপাতের যোগফল=৫+১=৬

 ৩৬ জনের ঐ ক্লাসে বালকের সংখ্যা ( ৩৬ এর ৫/৬) জন  = ৩০                    " 

   এবং বালিকার সংখ্যা  (৩৬ এর ১/৬)   = ৬  জন 

   বালিকাদের বয়সের দ্বিগুণ  (৬ * ২) বা ১২ বছর 

   বালকদের মোট বয়স    (৩০ * ১২) বছর 

     = ৩৬০ বছর  

 


ব্যাখ্যাঃ  ধারা ঃ ১৩, ১৭, ২৫, ৪১, ৭৩ 

          অন্তর ঃ      ৪   ৮   ১৬  ৩২ 

           ধারাটির পরবর্তী সংখ্যা (৪১ + ৩২) = ৭৩ 


ব্যাখ্যাঃ      ধরি, ছাত্র সংখ্যা x জন 

             প্রত্যেকের মাসিক খরচ ১০x টাকা 

              x * ১০x = ৬২৫০ 

       =>  ১০x২ = ৬২৫০ 

      =>      x = ৬২৫ 

                 x = । ৬২৫ 

                  x = ২৫ 


 ২। ৩৬ 

 ২। ১৮  

 ৩। ৯   

 ৩ 

 ৩৬ = ২২ * ৩২   

 ৩৬ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা { (২ + ১) * (২ + ১) } টি  = ৯টি 


ধরি, হিমাগারের দৈর্ঘ্য x একক 

          "       প্রস্থ   y   একক 
  এবং    "   উচ্চতা  z    একক 

হিমাগারের আয়তন  xyz ঘন একক 

 ৩০% বৃদ্ধিতে দৈর্ঘ্য  (x + x এর ৩০%) একক 

                     = (x + ৩x/১০)  = ১৩x/১০ " 

 ৫০% বৃদ্ধিতে প্রস্থ (y + y এর ৫০/১০০) = ৩y/২ একক 

 ২০% হ্রাসে উচ্চতা (z - z এর ২০%) একক = (z - z/৫)  = ৪z/৫

∴ হিমাগারের নতুন আয়তন (১৩x/১০ * ৩y/২ * ৪z/৫) ঘন একক 
= ৩৯xyz/২৫

বৃদ্ধিপ্রাপ্ত অংশ = (৩৯xyz/২৫ - xyz) ঘন একক 

 = ৩৯xyz - ২৫xyz/২৫ = ১৪xyz/২৫  " " 

∴ নতুন হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তনের 

 = {(১৪xyz/২৫/xyz) * ১০০} %   = ৫৬% 


৫০% কমে দৈনিক মজুরী (১০০ - ১০০ এর ৫০%) টাকা 
= (১০০ - ১০০ এর ৫০/১০০) 
= ৫০ টাকা 

৬০% বৃদ্ধিতে বর্তমান দৈনিক মজুরী
= (৫০ + ৫০ এর ৬০%) টাকা 
= (৫০ + ৫০ এর ৬০/১০০) " 
= (৫০ + ৩০)
= ৮০ টাকা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ব্যাখ্যাঃ           

           'ক' এর মুনাফা 'খ' এর মুনাফার  (৪০%/২৫% * ১০০)% 

                                                  = ১৬০% 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0