কম্পিউটারের স্মৃতিকে প্রধানত দুটিভাগে ভাগ করা হয় । ১ . প্রধান স্মৃতি ও ২ , সহায়ক স্মৃতি । প্রধান স্মৃতির দুটি RAM ও ROM । সহায়ক স্মৃতির মধ্যে রয়েছে | HDD , Floppy Disk , CD , DVD , Pendrive ইত্যাদি ।
বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সেটি উত্তোলন করেন ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাই কমিশনার হিসাবে কর্মরত বীর মুক্তিযােদ্ধা এম হােসেন আলী । তিনি মিশনের ৬৫ জন কর্মকর্তা - কর্মচারীসহ পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রদর্শন করেন । এখান থেকেই শুরু হয় বিপ্লবী সরকারের প্রতি বিদেশি সমর্থন আদায়ের কার্যক্রম ।
কী - বাের্ড ( Key board ) কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস । বর্তমানে প্রচলিত কী - বাের্ডগুলাের মধ্যে সর্বোচ্চ কী থাকে ১০৫টি । এর মধ্যে Shift , Option , Command Control , Alt প্রভৃতি কী - গুলােকে Modifier Key বলা হয় ।
সাত গম্বুজ মসজিদ ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত মােঘল আমলে নির্মিত একটি স্থাপত্য । ১৬৮০ সালে মােঘল সুবাদার শায়েস্তা খাঁ এর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন । আর ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ । ১৫ শতকে হযরত খানজাহান আলী ( র ) ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন ।
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান অথবা পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠাবেন ১৫ দিনের মধ্যে । তবে কোনাে বিল পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠালে ফেরত আসার পর তা পাস করতে হবে ৭ দিনের মধ্যে ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
Microsoft Excel / MS - Excel একটি জনপ্রিয় স্প্রেডশীট সফটওয়্যার । স্প্রেডশীট প্রােগ্রামের রাে ও কলামের সাহায্যে গঠিত পেইজ বা শীটকে ওয়ার্কশীট বলে । আর ওয়ার্কশীটের প্রতিটি আয়তাকার অংশকে সেল ( Cell ) বলা হয় ।
- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী ‘ সিডনি' কে দক্ষিণের রানি বলা হয় । - এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী ।
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক । স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ ।
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড় । । আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র । ১৮৭৯ সালে । প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিং হাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন । বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতােয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান । মহাস্থানগড় এর পূর্বনাম পুণ্ড্রনগর ।
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation) - এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে। - এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক। - এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত। - সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।
Microsoft Word বা MS Word হলাে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Word Processing Software । MS Word থেকে প্রিন্ট দেয়ার জন্য File মেনুতে গিয়ে Print কমান্ড দিতে হয় অথবা Ctrl + P চাপতে হয় ।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট - ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ - ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি । - এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে ) - ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া ) - ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য। - ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়। - বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ। প্রশ্নে উল্লেখিত অপশনগুলাের মধ্যে অস্ট্রিয়া NATO ' র সদস্য নয় ।
- Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। - ২০১১ সালে Organization of Islamic Conference (OIC) থেকে বর্তমান নাম Organization of Islamic Cooperation করা হয়।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
- ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে মুসলিম প্রধান না হয়েও যেসব দেশ OIC ' র সদস্য সেগুলাে হল - উগান্ডা , ক্যামেরুন , বেনিন , মােজাম্বিক , গায়ানা ও সুরিনাম ।
জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিনেটর গেলর্ড নেলসনের নেতৃত্বে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন । তখন থেকে এদিনটি প্রতি বছর বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়ে আসছে । প্রতি বছর ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জনগণ বিজয় দিবস হিসেবে পালন করে । ১৭ মার্চ ও ২১ নভেম্বর যথাক্রমে জাতীয় শিশু দিবস ও সশস্ত্র বাহিনী দিবস।
সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যাই হলাে কোরাম ( Quortan ) । কোরামের সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম চলতে পারে না । বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে । ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি ঘােষণা করেন । কোনাে বৈঠকে কোরাম থাকাকে বলে Quarate এবং কোরাম না থাকাকে বলে Inquarate ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য = a√2 মিটার তাহলে তাকে কম হাটতে হয়েছে = 2a -a√2 = 2 - 1.414 = 0.586a মিটার ∴ কম হাটার শতকরা পরিমান = 0.586a/2a ✕100=29.3%
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।