বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা) - ০৫.০৩.২০২২ (40 টি প্রশ্ন )


ধরি, ছোট সংখ্যাটি x এবং বড় সংখ্যাটি y
অনুপাত অনুসারে, x : y = 3 : 5

আমরা জানি, x + y = 56
অনুপাত থেকে, y = (5/3) * x

এই মান সমীকরণে বসাই
x + (5/3) * x = 56
(3/3) * x + (5/3) * x = 56
(8/3) * x = 56

x এর মান:
x = 56 * (3/8) = 21

y এর মান:
y = 56 - 21 = 35

∴ সংখ্যা দুটির অন্তর: 35 - 21 = 14

মনে করি , সংখ্যাটি =x
প্রশ্নমতে ,৩x+2x=৯০
        বা, ৫x=৯০
         বা,x =১৮

ধরি ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১২% লাভে বিক্রয়মূল্য= ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০*৫৬০/১১২ টাকা
                                            = ৫০০ টাকা।

আয়তক্ষেত্রটির বিস্তার =দৈর্ঘ্য /৩ =৪৮/৩ মিটার
                                       =১৬ মিটার

আয়তক্ষেত্রটির পরিসীমা =২(দৈর্ঘ্য +বিস্তার )
                              =২(৪৮+১৬ মিটার )
                              =১২৮ মিটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



'strengthen'-'শক্তিশালী'(verb)
strong-শক্তিশালী(adj)
stronger-শক্তিশালী (adj)
strongly-দৃঢ়ভাবে(adv)
- সাধারণ ইংরেজিতে, আমরা বলি “Two and two make four”, যেখানে “two and two”-কে দুটি সংখ্যা হিসেবে গণ্য করা হয়, এবং তাই এটি বহুবচন হিসাবে ধরা হয়। এই কারণে “make” (plural verb) ব্যবহৃত হয়।
- এই রূপটি Oxford, Cambridge, Longman, Macmillan অভিধান এবং Wren & Martin এর মতো বিশ্বস্ত ব্যাকরণ বইগুলোতে উল্লেখ আছে।

উদাহরণ:
Two and two make four.
Three and three make six.

তবে, Formal বা একাডেমিক লেখায়, কিছু ক্ষেত্রে "two and two" কে একটি একক গাণিতিক একক হিসেবে বিবেচনা করে একবচন ক্রিয়া (যেমন: “makes”) ব্যবহৃত হতে পারে।
তবুও, সাধারণ ইংরেজি ও কথ্য ভাষায় "make" ব্যবহারই বেশি প্রচলিত এবং গ্রহণযোগ্য।

সারাংশ:
“Two and two make four” হল সবচেয়ে স্বাভাবিক ও প্রমিত রূপ।

- "Look up" একটি phrasal verb যা অভিধানে শব্দের অর্থ খোঁজার জন্য ব্যবহৃত হয়। এই প্রসঙ্গে, "look up" এর অর্থ হলো অভিধানে কোনো শব্দের অর্থ খুঁজে বের করা।

অন্যান্য অপশনগুলি সঠিক নয়:
B) into - "look into" মানে কোনো বিষয় তদন্ত করা বা গভীরভাবে পরীক্ষা করা। এটি অভিধান ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

C) to - "look to" সাধারণত কারও দিকে সাহায্যের জন্য তাকানো বোঝায়। এটি অভিধান ব্যবহারের সাথে সংশ্লিষ্ট নয়।

D) for - "look for" মানে কিছু খোঁজা বা অনুসন্ধান করা। যদিও এটি অভিধান ব্যবহারের কাছাকাছি, কিন্তু "look up" হলো নির্দিষ্ট idiom যা অভিধানে শব্দ খোঁজার জন্য ব্যবহৃত হয়।

সুতরাং, সঠিক বাক্যটি হবে: "Please look up the word in the dictionary."



Second Conditional এ ‘if’- clause এরপর past simple tense ব্যবহার করা হলে এবং তারপর main clause -এ ‘would/could/should/might ইত্যাদি ব্যবহৃত হয়।

যেমনঃ
- If I were you, I would take the money.
- If I were you, I would pat your jacket on.
- If I were a bird, I would fly to you.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- Meek (নম্র ও ধৈর্য্যশীল) এর antonym হচ্ছে fierce (হিংস্র ও রাগী)।

- Lazy- অলস;
- strong-শক্তিশালী;
- weak- দুর্বল।

- অস্ট্রেলিয়া: এটি পুরোপুরি দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ এবং দেশ। অস্ট্রেলিয়ার সম্পূর্ণ ভূখণ্ড নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত।
- ইন্দোনেশিয়া: এই দেশটি প্রধানত নিরক্ষরেখার উপর এবং উত্তর গোলার্ধে অবস্থিত। তবে, ইন্দোনেশিয়ার কিছু অংশ (যেমন পাপুয়া প্রদেশের দক্ষিণাংশ) দক্ষিণ গোলার্ধে পড়ে।
- ইরাক: এই দেশটি সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধে অবস্থিত।
- সৌদি আরব: এই দেশটিও সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধে অবস্থিত।

- প্রদত্ত বিকল্পগুলির মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যা সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
- এটি বিশ্বের একমাত্র মহাদেশ যা পুরোপুরি দক্ষিণ গোলার্ধে রয়েছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি দেশের সবচেয়ে বড় একক প্রকল্প।
- অবস্থানঃ পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুরে।
- এটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
- মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ অর্থ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন।
- এ প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করেছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
- পারমাণবিক জ্বালানি সরবরাহ করছে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান টিভিইএল ফুয়েল কম্পানি।
- টিভিইএল ফুয়েল কম্পানি রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করে।
- সেদিন থেকে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের মর্যাদা পায় বাংলাদেশ।

- প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
- লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকার জানাতেই দিবসটি উদযাপিত হয়।
- আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতীয় নারীদিবসের আয়োজন করে।
- এর প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা মালকিয়েল।
- শহরের গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা।
- ১৯১০-এ আমেরিকান সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মান প্রতিনিধিরা নারীদিবস পালন করেন।
- জাতিসংঘ ১৯৭৫ সালে নারীদিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দিনটি উদযাপন হচ্ছে।

- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করেন।
- এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে।।

‘ছয় দফা'র দাবিসমূহ হলো:
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ।
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা- সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১'
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক।
- বিশ্বভ্রমণের অংশ হিসেবে ১৩৩৪ সালে তিনি মুহাম্মদ বিন তুঘলকের সময়ে দিল্লি আসেন।
- বাংলার শাসক ফখরুদ্দিন মুবারক শাহ আমলে ১৩৪৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম বন্দর দিয়ে তিনি বাংলায় প্রবেশ করেন।
- তিনি ১ মাস বাংলায় অবস্থান করেন। 
- তার ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত বই হলো কিতাবুল রেহালা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0