বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)-এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা ২০২০ (০৪.১২.২০২০) (47 টি প্রশ্ন )


কোন্দল তদ্ভব শব্দ, যার অর্থ বিবাদ।





- কুটুম্ব :- আপন, আত্মীয়, কাছের, নিজের ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

'কিশলয়' শব্দের অর্থ কচি পাতা বা কচি পাতাযুক্ত গাছের ডাল ।



যখন কোনও জাতি বা জনগোষ্ঠী তাদের স্বদেশভূমি থেকে বিশ্বের অন্যত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, তখন সেই ব্যাপারটিকে বিক্ষিপ্ত উদ্বাসন (ইংরেজি: Diaspora) বলা হয়। সাধারণত বিক্ষিপ্ত উদ্বাসন পরিভাষাটি দ্বারা কোন জনগোষ্ঠীর তাদের স্বভূমি থেকে অনৈচ্ছিকভাবে ছড়িয়ে পড়াকে বোঝানো হয়।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান


কৃষ্ণ গহবর (Black Hole) মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। কৃষ্ণ গহ্বরের ধারণাটি আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্বের একটি অত্যন্ত আকর্ষণীয় ও চমকপ্রদ ফসল।
অপশন a তে শুধু Adjective- এর পূর্বে article আছে, তাই এটি ঠিক নেই।
অপশন b তে miserly-এর পূর্বে article থাকলে সেটি সঠিক হতো।
অপশন d-তে miser এর পূর্বে একটি article থাকলে সেটি সঠিক হত।
অপশন c তে Adjective miserly-এর পূর্বে article না থাকায় অপশন c ই সঠিক উত্তর।
-অপশন (a) তে Subjunctive এর জন্য that-এর পরে যে verbটি বসবে তার base formই ব্যবহৃত হবে অর্থাৎ go হবে।
-তবে অপশন (b) তে that এর পরে verb এর সাথে es যুক্ত হওয়ায় ভুল।
-বাকি অপশনগুলো শুদ্ধ।
প্রদত্ত বাক্যে underlined শব্দগুলোর মধ্যে 'of' preposition টি ভুল ভাবে ব্যবহার করা হয়েছে। Give birth-এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Vigorous অর্থ বলবান, যার Synonym strong অর্থ শক্তিশালী। obedient অর্থ অনুগত, nice অর্থ সুন্দর এবং intelligent অর্থ বুদ্ধিমান।
'Wild' অর্থ 'বন্য', যার বিপরীত শব্দ tame (পোষ্য)। reckless অর্থ বেপরোয়া, funny অর্থ হাস্যকর এবং uncivilized অর্থ অসভ্য।
hippopotamus = জলহস্তি
প্রদত্ত প্রশ্নের 'বড়' অর্থ প্রকাশের জন্য Senior-এর সাথে সর্বদা Appropriate preposition হিসেবে to বসে।
প্রদত্ত বাক্যটির অর্থ— 'তার উপদেশ অনুযায়ী আমার বোনের বাসায় যাওয়া উচিত।' এখানে 'অনুযায়ী অর্থ প্রকাশ করতে In accordance- এর সাথে appropriate preposition হিসেবে with বসে।
'নূরজাহান' উপন্যাসের রচয়িতা ইমদাদুল হক মিলন। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস— রূপনগর, কালো ঘোড়া, নদী উপাখ্যান, দুঃখ কষ্ট।
'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস। অন্যদিকে 'তামার বিষ' বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব। 'খয়ের খাঁ' বাগধারার অর্থ চাটুকার।
'নাটিকা' শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। ক্ষুদ্রার্থে আরো কয়েকটি স্ত্রীবাচক শব্দ— মালিকা, গীতিকা, পুস্তিকা।
'শশাঙ্ক' শব্দের সমার্থক শব্দ চাঁদ, চন্দ্র, সুধাকর, শীতাংশু, ইন্দু, সুধাংশু, সোম, বিধু, শশী, শশধর।
'আনারস' পর্তুগিজ শব্দ। আরো কয়েকটি পর্তুগিজ শব্দ— আলপিন, গুদাম, আলমারি, গির্জা, চাবি, পাউরুটি, পাদরি, বালতি। অন্যদিকে আদালত ও গোসল আরবি এবং ইউনিয়ন ইংরেজি শব্দ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0