বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) - ১০.১২.২০২১ (100 টি প্রশ্ন )

যে সমস্ত পুষ্টি উপাদান বীজের অংকুরোদগম ,গাছের স্বাভাবিক বৃদ্ধি ও গঠনগত উন্নয়ন এবং বংশবৃদ্ধির লক্ষ্যে ফুল,ফল,বীজ ,উৎপাদনের জন্য অপরিহার্য এবং যাদের অনুপস্থিতিতে উদ্ভিদ তার জীবন চক্র সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না তাকে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান বলে।উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান মোট ১৬ টি ।যেমন -নাইট্রোজেন ,পটাসিয়াম ,ফসফরাস, ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম, কার্বন ,অক্সিজেন ।অন্যদিকে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাকে ম্যাক্রো মৌল বলে ।যেমন -দস্তা, ম্যাংগানিজ ,বোরন ,তামা ও ক্লোরিন ।
মিউরেট অব পটাশ এক ধরনের রাসায়নিক সার ।কৃষি কাজে ব্যবহার্য পটাশিয়াম ক্লোরাইডকে মিউরেট অব পটাশ বলা হয় ।
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন ।বিদ্যাসাগর বাংলা গদ্যকে সুললিত শব্দবিন্যাস ,পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন । তার উল্লেখযোগ্য  গদ্য সাহিত্য গ্রন্থঃ
- "প্রভাবতী সম্ভাষণ",
- "অতি অল্প হইল",
- "আবার অতি অল্প হইল",
- "ব্রজবিলাস",
- "সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব" ,
- "বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব",
- "বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার" প্রভৃতি
Tender =কোমল
Soft =কোমল
robust =বলিষ্ঠ
শুদ্ধ বানান ঃ সান্ত্বনা
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ইরাক প্রথম আরব তথা মধ্য প্রাচ্যের দেশ হিসেব ১৯৭২ সালের ৮ জুলাই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ।
» বার্বাডোজ - বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ।
» কলম্বিয়া- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ।
» পোল্যান্ড- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ।

কোন কিছু অনুসারে বোঝাতে preposition হিসেবে by ব্যবহৃত হয় ।
'কারো প্রতি রাগান্বিত ' অর্থে angry এর সাথে preposition হিসেবে with ব্যবহৃত হয় ।The headmaster was angry with the students -প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি রাগান্বিত ছিলেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

past indefinite tense এ থাকা active voice কে passive করার নিয়ম -object কে sub+was/were (person অনুযায়ী)+v3+by+sub কে obj
ম্যাক্রো উপাদানঃ
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রো উপাদান বলা হয়। এরূপ উপাদানের সংখ্যা ১০টি।
যথা - নাইট্রোজেন (N), পটাসিয়াম (K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), সালফার (S), কার্বন (C) এবং লৌহ (Fe)।

মাইক্রো উপাদানঃ
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সব উপাদান সামন্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রো উপাদান বলা হয়। এদের সংখ্যা ৬টি।
যথা- দস্তা বা জিংক (Zn), ম্যাংগানিজ (Mn), কপার বা তামা (Cu) , মলিবডেনাম (Mo), বোরন (B) ও ক্লোরিন (Cl)।


প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত ,যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন ।এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা ।হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিস্কার করেন ।
পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 'ছয় দফা ' দাবি পেশ করেন ।পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে লাহোরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করা হয় । 'ছয় দফা ' বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা ' দাবিকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন ।
কাজী নজরুল ইসলামের মানবতাবাদী কাব্যগ্রন্থ 'সাম্যবাদী' এর বিখ্যাত কবিতা 'মানুষ' এ কবিতার পঙক্তি -গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান ।
বোর্দো মিক্সার গাছের ছত্রাক জনিত রোগ দমন ব্যবহার করা হয় ।এটি তৈরিতে তুঁতে ,চুন ও পানির দরকার হয়

কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নিয়োজিত ৬ টি উন্নয়ন সংস্থাকে একত্রিত করে ১৯৮২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলা ভাষায় আগত 'পর্তুগিজ' ভাষার শব্দ পেঁপে ,আনারস ,আলপিন ,আচার , আলকাতরা ,আলমারি ,আয়া ,ইংরেজ ইত্যাদি ।
- 'উপত্যকা' দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল হতে পারে বা অসমতল হতে পারে , ঢালু, প্রশস্ত ভূমিক্ষেত্র।
- অনেক সময় হিমবাহ অর্থাৎ বরফের নদী পর্বতের শীর্ষ থেকে ধীরে ধীরে নিচে নামার সময় উঁচু নিচু শিলাপাথরগুলিকে সরিয়ে চূর্ণ করে সমতল মাটির স্তর তৈরি করে এবং ফলে উপত্যকার জন্ম হয়। 
১৮ এপ্রিল,১৯৭১ সালে কলকাতাস্থ তৎকালীন পাকিস্তান ডেপুটি হাইকমিশনে এম হোসেন আলী পাকিস্তানের পতাকা নামিয়ে দেশের বাইরে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে ।
মাটির কণাগুলো একে অপরের সাথে আলগাভাবে যুক্ত থাকার ফলে মাটির কণার ফাঁকে বাতাস ও পানি চলাচলের জায়গা আছে ।
John Keats  হলেন Romantic যুগের একজন বিখ্যাত কবি ও সাহিত্যিক
-John Keats কে বলা হত ইংরেজী সাহিত্যের Death Hunted poet .তাঁকে ইংরেজী সাহিত্যের Youngest Poet ও বলা হয় ।
-তার সাহিত্যিক জীবনী ছিল মাত্র ৫ বছর ।তিনি মাত্র ২৬ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান
-তার বিখ্যাত কিছু সাহিত্যকর্ম হল - Endymion,Lamia,Ode on a Grecian Urn,Ode to Fancy,A Party Lovers    
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়,
- ' আখতারুজ্জামান ইলিয়াস রচিত উনসত্তরের গণঅভুথান বিষয়ক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ।
- আবহমান বাংলার জীবনচিত্র নিয়ে জহির রায়হান রচনা করেন 'হাজার বছর ধরে ' উপন্যাসটি ।
- রিজিয়া রহমান রচিত উপন্যাস 'সূর্য সবুজ রক্ত ' ।

- Bangladesh Agricultural Research Institute বাংলাদেশের সর্ববৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর গাজীপুরে অবস্থিত।
Get যদি causative verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে বস্তুবাচক object থাকে তাহলে পরবর্তী verb টির past participle form বসে । অর্থাৎ sub+get(any tense)+বস্তুবাচক obj+v3 .সুতরাং শূন্যস্থানে done বসে ।
হাড়িভাঙ্গা বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম ।এ আমের উৎপত্তি রংপুর জেলায় ।
গাছের গোড়া কেটে ফেলার পর নতুন নতুন যে কাণ্ড বের হয় তাকে কপিসিং বলে ।শাল কাঠের কপিসিং ক্ষমতা খুব ভালো ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-বাংলাদেশের 'হোয়াইট গোল্ড ' নামে পরিচিত চিংড়ি মাছ ।
-দেশে বৈদেশিক মুদ্রা আয়ের বড় খ্যাত চিংড়ি .১৯৭৬ সালে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চিংড়ি চাশ এবং ৮০ এর দশক থেকে বিদেশে চিংড়ি রপ্তানি শুরু হয় ।
-খুলনা অঞ্চলকে চিংড়ি চাষের জন্য 'কুয়েত সিটি ' বলা হয় ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0