Solution
Correct Answer: Option D
আবু ইসহাক ( ১৯২৬ - ২০০৩ ) সূর্য - দীঘল বাড়ী ' উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করলেও ছােটগল্পের ক্ষেত্রেও তার উল্লেখযােগ্য অবদান রয়েছে । জোক ’ তার একটি মহাজনী প্রথাবিরােধী ছােটগল্প । এছাড়াও তার অন্য দুটি ছােট গল্প গ্রন্থ হারেম , মহাপতঙ্গ ।