শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
A দৃষ্টিহীন
B যাযাবর
C অনীলা দেবী
D নীল লোহিত
Solution
Correct Answer: Option C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলা দেবী ' । দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম ‘ দৃষ্টিহীন ' । বিনয়কৃষ্ণ মুখােপাধ্যায়ের ছদ্মনাম ' যাযাবর ' । সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীল লােহিত' ও 'সনাতন পাঠক' ।