‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ - উক্তিটি কার?
A সুনীতি কুমার
B ড. মুহম্মদ শহীদুল্লাহ
C প্রমথ চৌধুরী
D আব্দুল করিম
Solution
Correct Answer: Option C
সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত ' উক্তিটি করেন প্রমথ চৌধুরী । এছাড়াও তার আরােও কয়েকটি উক্তি হলাে : ব্যাধি সংক্রমক : স্বাস্থ্য নয় : যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় : যে জাতি যত নিরাপদ সে জাতি তত নির্জীব ।