এক ঠিকাদার ১৯২০ মিটার দীর্ঘ রাস্তা ১২০ দিনে নির্মাণ করে দেয়ার জন্য ১৬০ জন শ্রমিক নিয়োগ করল। ২৪ দিন পর, মাত্র ১/৮ অংশ কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে?
Correct Answer: Option B
অবশিষ্ট সময় (১২০ - ২৪) দিন = ৯৬ দিন,
অবশিষ্ট কাজ (১ - ১/৮) অংশ = ৭/৮ অংশ
২৪ দিনে ১/৮ অংশ কাজ করে = ১৬০ জনে
১ " ১/৮ " " " = ১৬০ * ২৪ "
১ " ১ " " " = ১৬০ * ২৪ * ৮ "
৯৬ " ১ " " " = ১৬০ * ২৪ * ৮ /৯৬ "
৯৬ " ৭/৮ " " " = ১৬০ * ২৪ * ৮ * ৭ /৯৬ * ৮ "
= ২৮০ জন
অতিরিক্ত শ্রমিক লাগবে (২৮০ - ১৬০) = ১২০ জন
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions