এক টিভি বিক্রেতা ৪৫% লাভে টিভি বিক্রি করত। মন্দার কারণে তা লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ১০% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত?

A ১০ঃ১১

B ১১ঃ১০

C ৪৫ঃ৪৪

D ৪৪ঃ৪৫

Solution

Correct Answer: Option D

 ধরি, ১টি টিভির ক্রয়মূল্য ১০০ টাকা 

 ৪৫% লাভে টিভি বিক্রির সংখ্যা x টি 

 ১টি টিভিতে লাভ করে ৪৫ টাকা 

  x টি টিভিতে লাভ করে  ৪৫x টাকা 

১০% বেশি বিক্রিতে টেলিভিশনের সংখ্যা (x + x এর ১০%) 
= ১১x/১০ টি 

৪০% লাভে মোট লাভের পরিমাণ (৪০ * ১১X/১০) টাকা 
= ৪৪x  টাকা 

নতুন লাভ ঃ আগের লাভ = ৪৪x : ৪৫x

= ৪৪ ঃ ৪৫ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions