৮ জনের একটিদলে ৬৫ কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয়ার তাদের গড় ওজন ২.৫ কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি?
Correct Answer: Option D
ধরি,
৭ জনের ওজনের সমষ্টি x কেজি
এবং নতুন ব্যাক্তির ওজন p কেজি
(x+৬৫)/৮ + ২.৫ = (x+p)/৮
⇒ x + ৬৫ + ২০ = x+p
⇒ p = ৮৫ + x - x
p = ৮৫
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions