কোন কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরী ছিলো ১০০ টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরী ৫০% কমানো হয়েছিলো। সম্প্রতি দৈনিক মজুরী ৬০% বাড়ানো হয়েছে। বর্তমান জনপ্রতি দৈনিক মজুরী কত টাকা?

A ১৬০

B ১১০

C ৮০

D ৬০

Solution

Correct Answer: Option C

৫০% কমে দৈনিক মজুরী (১০০ - ১০০ এর ৫০%) টাকা 
= (১০০ - ১০০ এর ৫০/১০০) 
= ৫০ টাকা 

৬০% বৃদ্ধিতে বর্তমান দৈনিক মজুরী
= (৫০ + ৫০ এর ৬০%) টাকা 
= (৫০ + ৫০ এর ৬০/১০০) " 
= (৫০ + ৩০)
= ৮০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions