কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত হলো ৫ঃ১। ঐ ক্লাসের বালকদের মোট বয়স কত বছর?

A ৩০০

B ৩২০

C ৩৬০

D ৪০০

Solution

Correct Answer: Option C

  অনুপাতের যোগফল=৫+১=৬

 ৩৬ জনের ঐ ক্লাসে বালকের সংখ্যা ( ৩৬ এর ৫/৬) জন  = ৩০                    " 

   এবং বালিকার সংখ্যা  (৩৬ এর ১/৬)   = ৬  জন 

   বালিকাদের বয়সের দ্বিগুণ  (৬ * ২) বা ১২ বছর 

   বালকদের মোট বয়স    (৩০ * ১২) বছর 

     = ৩৬০ বছর  

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions