বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

A ময়নামতি

B পাহাড়পুর

C মহাস্থানগড়

D সোনারগাঁও

Solution

Correct Answer: Option C

বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড় । । আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র । ১৮৭৯ সালে । প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিং হাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন । বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতােয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান । মহাস্থানগড় এর পূর্বনাম পুণ্ড্রনগর ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions