এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে ____ ।
A রো কলাম
B স্প্রেডশিট
C সেল
D খ ও গ উভয়ই
Solution
Correct Answer: Option C
Microsoft Excel / MS - Excel একটি জনপ্রিয় স্প্রেডশীট সফটওয়্যার । স্প্রেডশীট প্রােগ্রামের রাে ও কলামের সাহায্যে গঠিত পেইজ বা শীটকে ওয়ার্কশীট বলে । আর ওয়ার্কশীটের প্রতিটি আয়তাকার অংশকে সেল ( Cell ) বলা হয় ।