Solution
Correct Answer: Option C
সাত গম্বুজ মসজিদ ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত মােঘল আমলে নির্মিত একটি স্থাপত্য । ১৬৮০ সালে মােঘল সুবাদার শায়েস্তা খাঁ এর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন । আর ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ । ১৫ শতকে হযরত খানজাহান আলী ( র ) ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন ।