ডিভিডি কোন ধরনের স্মৃতি?

A প্রধান স্মৃতি

B সহায়ক স্মৃতি

C অস্থায়ী স্মৃতি

D স্থায়ী স্মৃতি

Solution

Correct Answer: Option B

কম্পিউটারের স্মৃতিকে প্রধানত দুটিভাগে ভাগ করা হয় । ১ . প্রধান স্মৃতি ও ২ , সহায়ক স্মৃতি । প্রধান স্মৃতির দুটি RAM ও ROM । সহায়ক স্মৃতির মধ্যে রয়েছে | HDD , Floppy Disk , CD , DVD , Pendrive ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions