কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকার অবদান রয়েছে?
Solution
Correct Answer: Option B
- ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে মোজাম্মেল হক ও আফজালুল হক সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা 'মোসলেম ভারত (১৯২০) প্রকাশিত হয়।
- ব্রিটিশ ভারতের মুসলিম লেখকদের সাহিত্যিক প্রতিভা বিকাশে এ পত্রিকা বিশেষ ভূমিকা পালন করেছিল।
- প্রথমবিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে কাজী নজরুল ইসলাম করাচি থেকে ফিরে আসলে আফজালুল হকের অনুপ্রেরণায় 'মোসলেম 'ভারত' পত্রিকায় লেখালেখি শুরু করেন।
- এ পত্রিকায় তাঁর 'বাঁধনহারা', 'খেয়াপারের তরণী', 'শাত-ইল- আরব', 'মহররম', 'ফাতেহা-ই-ইয়াজদাহম', 'কামাল পাশা' সহ প্রায় ৪০টি লেখা প্রকাশিত হয়েছে, যা তাঁর কাব্য খ্যাতির প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছে।
- সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, " পত্রিকা কর্তৃপক্ষ ভালোবেসে 'মোসলেম ভারত' পত্রিকা পাঠান বলে যে তিনি তা নিয়মিত পড়েন তা নয়, কাজী নজরুল ইসলামের কবিতাগুলো তাঁকে টানে। ওঁর কবিতা পড়ার আশাতেই তিনি 'মোসলেম ভারত' এর পথ চেয়ে বসে থাকেন।"
- এ পত্রিকায় কাজী ইমদাদুল হকের উপন্যাস 'আবদুল্লাহ', মোহাম্মদ বরকতউল্লাহর প্রবন্ধ 'পারস্য প্রতিভা', শেখ ফজলল করিমের 'রাজর্ষি এবরাহীম' প্রকাশিত হয়।
- মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত সচিত্র মাসিক 'সওগাত' (১৯১৮) পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বাউণ্ডেলের আত্মকাহিনী', 'মৃত্যুক্ষুধা' প্রভৃতি লেখা প্রকাশিত হয়েছিল।
- কলকাতা থেকে প্রকাশিত মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত সচিত্র সাহিত্য পত্রিকা 'কালিকলম' (১৯২৬)। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা 'সমকাল' (১৯৫৭)।