BDBL, Officer (Cash) 2016 (49 টি প্রশ্ন )
 

৪ + (৩)২ = ১৩

১৩ + (৩)৩ = ৪০

৪০ + (৩)৪ = ১২১

১২১ + (৩)৫= ১২১ + ২৪৩ = ৩৬৪

 

 

 (০.১)২ = ০.০১

 (০.১)৩ = ০.০০১

০.১ + (০.১)২ + (০.১)৩ = ০.১ + ০.০১ + ০.০০১ = ০.১১১

 

 

মোট মূলধন = ৩২০ + ৪০০ + ৪৮০ = ১২০০ ক পাবে = ৩০০*৩২০/১২০০ = ৮০ টাকা গ পাবে = ৩০০*৪৮০/১২০০ = ১২০ টাকা

 গ অপেক্ষা ক কম পাবে = ১২০ - ৮০ = ৪০ টাকা

 

 

অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর-ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত-ইল-আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে। ‘অগ্নি-বীণা’ প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন।[১] বইটির তৎকালীন মূল্য ছিল ৩ টাকা। ৭ নং প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হয়। প্রাপ্তিস্থান হিসেবে গ্রন্থে লেখা ছিল: 'আর্য পাবলিশিং হাউস, কলেজ স্ট্রিট, মার্কেট (দোতলায়)'। গ্রন্থটি ছাপা হয় মেটকাফ প্রেস, ৭৯ নং বলরাম দে স্ট্রিট, কলিকাতা থেকে। 

 

মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল তারিখে। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬এ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।

 

 

অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। এই বইটি ইংরেজি, উর্দু, জাপানি ও চীনা ভাষায় অনূদিত হয়েছে।২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি ছিল অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। সেই খাতায় শেখ মুজিব ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন।

 

 

Volatile memory is computer storage that only maintains its data while the device is powered. Most RAM (random access memory) used for primary storage in personal computers is volatile memory.

 

সেপ্টেম্বর মাস = ৩০ দিন
ধরি, কাজ করেছিল = x দিন
শর্তমতে, 2x - 0.5(30 - x) = 40
⇒ 2x - 15 + 0.5x = 40
∴ x = 22
∴ উপস্থিত ছিল = 22 দিন
 

অতিভুজ= √(ভুমি২+লম্ব২)=১০ ফুট

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

y=.51/1.7=.3

 

 

২০% বৃদ্ধি তে , দৈর্ঘ্য ১০০ হলে পরবর্তী দৈর্ঘ্য = ১২০ ১০% হ্রাসে , প্রস্থ ১০০ হলে প্রস্থ = ৯০  ক্ষেত্র ফল = (১২০ x  ৯০) = ১০৮০০ প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল = (১০০ x ১০০)= ১০০০০ বৃদ্ধি = (১০৮০০-১০০০০) =৮০০ তাহলে , শতকরা বৃদ্ধি   = (৮০০/১০০০০) X ১০০ = ৮%

 

 

 

ধরি, ছোট সংখ্যাটি = x

      বড় সংখ্যাটি = (x+১)

প্রশ্নমতে, (x+১)২-x২=২৫১

 

 

মূল্যের অনুপাতের পারথক্য=৭-৫=২ সুতরাং,শতকরা মূল্য বৃদ্ধি=(২/৫)X১০০=৪০%

 


যেসব অব্যয়জাতীয় শব্দ বা শব্দাংশ শব্দ বা ধাতুর আগে বসে নতুন শব্দ গঠন করে এদেরকে উপসর্গ বলে। ‘বিচরণ’ শব্দটি সংস্কৃত ‘বি’ উপসর্গযোগে গঠিত হয়েছে। এখানে ‘বি’ উপসর্গটি ‘গতি’ অর্থে ব্যবহৃত হয়েছে।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

No actual synonym in the options

 

Healer অর্থ - আরোগ্যকর্তা বা উপশমকারী।

বাক্যটিতে প্রতিটি ক্ষেত্রে verb +ing বসেছে ।অর্থাৎ বাক্যের সমান্তরাল ধারা ঠিক রাখার জন্য Hunting socializing and reading বসবে ।কিন্তু বাক্যটি যদি এভাবে শুরু হতো যে , Robin enjoys to hunt rabbits ,to socialize with friends and to read comics .

reprimand অর্থ -কঠোরভাবে তিরস্কার করা


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

not sure

 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0