EXIM Bank Ltd. - Trainee Assistant Officer - 2018 (102 টি প্রশ্ন )

Solution: 

ভারতকে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় । যুক্তরাজ্যকে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় । 


Solution: 

ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র । উল্লেখ্য, দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ । 


Solution: 

দেশের বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস । বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী 

২০১৬-১৭ অর্থবছরে এই উৎপাদন খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়েছে ২,১৫,৮৯৫ মিলিয়ন ঘনফুট । যেখানে একই 

অর্থবছরে এই উৎপাদনখাতে অন্যান্য জ্বালানির ব্যবহার হয়েছে কয়লা ৫৮৭ হাজার টন, ফার্নেস অয়েল ৫১৩ মিলিয়ন লিটার 

এবং HSD, SKO, LDO ৩৪৮ মিলিয়ন লিটার । 


Solution: 

১২টি Category তে এবছর একুশে পদক দেয়া হয় । অভিনয়ের জন্য মরণোত্তর একুশে পদক পান হুমায়ূন ফরিদী । Social 

Service বা সমাজ সেবার জন্য এই পদক পান ইলিয়াছ কাঞ্চন । 


Solution: 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় । তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭,৬৩,৯৮,০০০ জন । আর সর্বশেষ 

পঞ্চবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০১১ সালে । পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিলো ১৪,৯৭,৭২,৩৬৪ জন । 

 


Solution: 

জয়নুল আবেদীন এবং এস. এম. সুলতান বাংলাদেশের দুজন প্রখ্যাত চিত্রশিল্পী । উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা তৈরী 

করেন শিব নারায়ণ দাশ ।  


বাংলাদেশে সকল আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে Banking Sector এর গার্ডিয়ান হলো বাংলাদেশ ব্যাংক । এজন্য কেন্দ্রীয় 

ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংককে বলা হয়  'Bank of Banks'. 


বর্তমান নাম ও পুরাতন নাম
মালয়েশিয়া :  মালয়
থাইল্যান্ড : শ্যাম (Siam)
চীন    : ক্যাথে


 Once in a blue moon অর্থ কদাচিৎ । এই ইংরেজিতে Very rarely এর সমার্থক শব্দ । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 G.B. Shaw এর অন্যান্য রচনাগুলো হলঃ Candida, Arms and the man, Pygmalion, Dilemma ইত্যাদি । 


Solution: 

প্রতি বছর মে মাসের ৮ তারিখে বিশ্ব Red Cross এবং Red Crescent দিবস উদযাপিত হয় । কারণ, এই দিনটিতে 

International Committee of the Red Cross (ICRC) এর প্রতিষ্ঠাতা Henry Dunant (জন্ম 8 May 1828 ) 

জন্মগ্রহণ করেন । তিনি প্রথম শান্তিতে নোবেল পান । Red Cross প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে । 


Solution: 

আনন্দ শিপইয়ার্ড লিমিটেড নামারে প্রতিষ্ঠানটি 'স্টেলা মেরিস' নামের জাহাজটি ১৫ই মে ২০০৮ সালে ডেনমার্ক রপ্তানি 

করে । 


Solution: 

বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে (৫৬.৮৮%) এবং সবচেয়ে কম সিলেট বিভাগ (৪৫.০%) । 

অন্যান্য জেলার শিক্ষার হার সর্বাধিক ঢাকা জেলা (৭০.৫%) এবং সর্বনিম্ন সুনামগঞ্জে (৩৫.০%) । সূত্রঃ ৫ম আদমশুমারি 


Solution: 

বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের প্রায় ৮০% শতাংশই নারী শ্রমিক । উল্লেখ্য পোশাক শিল্পে হলো বাংলাদেশের 

বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত । রপ্তানি আয়ের প্রায় ৮২% ই আসে এই খাত থেকে । 


Solution: 

MS Excel এ Worksheet এর শুরুতে উপরের রোতে ঐ Sheet টিতে উপস্থাপিত কনটেন্ট বা বিষয়বস্তু/তথ্যউপাত্ত সম্পর্কে ধারণা 

পাওয়া যায়। যেমনঃ Label এ যদি Product, Price, Tax, Total amount এই শব্দগুলো দেখা যায় তবে এখানে উল্লেখিত Content টি কোনো

বাণিজ্যিক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বোঝা যায় । 



Solution: 

E-mail server বা Mail server হলো Virtual post office যেখানে Mail জমা করে রাখা যায় এবং প্রয়োজনে

তা বিভিন্ন ঠিকানায় পাঠানো যায় । 


Solution: 

হার্ডডিস্ক হচ্ছে পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমোরি ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে । এ জন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্ক বা

Magnetic disk ও বলা হয় । ডিস্কের গোলাকার ধাতব পাতগুলো দেখতে গ্রামোফোন রেকর্ডের মতো । গোলাকার ধাতব পাতগুলো একটির উপরে একটি স্তরে বসানো থাকে । 


Solution: 

DPI হলো Dots per Inch. আর এই dpi দ্বারা প্রিন্টারের রেজুলেশন পরিমাণ করা হয় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

Spreadsheet program এ রো এবং কলামের সমন্বয়ে গঠিত Sheet কে বলা হয় Worksheet. এই Worksheet এ তথ্য পাঠানোর জন্য 

যে ছোট ছোট আয়তাকার ঘর থাকে তাদেরকে বলে Cell. একাধিক Worksheet এর সমন্বয়ে গঠিত একটি ফাইলকে বলে Workbook. 


Solution: 

MS-Word এ একটি প্যারাগ্রাফ তৈরির জন্য Enter key press করতে হয় । কম্পিউটারের কাছে প্যারাগ্রাফের অর্থ হচ্ছে 

এন্টার কী চাপ দিয়ে লাইন শুরু করা । একটি লাইন টাইপ করে এন্টার কী চাপ দিয়ে পরের লাইন টাইপ করলে কম্পিউটার 

দ্বিতীয় লাইনটিকে নতুন প্যারাগ্রাফ হিসেবে গণ্য করবে । 


MS Excel ফর্মুলার নিয়ম অনুযায়ী C4 ও C5 এর দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফর্মুলা হলো =SUM (C4 : C5). তাই 

অপশন a) এবং d) একই রকম হওয়ায় এই দুইটি অপশন সঠিক উত্তর হবে । 


Solution: 

 কীবোর্ড কমান্ড        ctrl+n           Open a new window  
         কাজ       ctrl+p           Print 

- ইমেল পাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটোকল হলো POP3 (Post Office Protocol version 3)।
- এই প্রোটোকলটি ইমেল সার্ভার থেকে আপনার ডিভাইসে ইমেল ডাউনলোড করে।
- যখন ইমেল ডাউনলোড হয়ে যায়, তখন সাধারণত সার্ভার থেকে ইমেলটি মুছে ফেলা হয় (যদিও কিছু সেটিংসে সার্ভারে একটি কপি রাখার অপশন থাকে)।

Solution: 

 Country Name    Malaysia    Thailand      Bhutan  
    Currency    Ringgit     Bath      Gultram    

Solution: 

 সংগঠনের নাম     UNESCO     FAO, IFAD          IMO 
   সদর দপ্তর   প্যারিস, ফ্রান্স     রোম, ইতালি        লন্ডন, যুক্তরাজ্য   

Solution:

 বাংলাদেশ-শ্রীলংকা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ ২০১৮ অনুষ্ঠিত হয় ১৫-২৭শে জানুয়ারিতে । চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা আর 

রানার্সআপ হয় বাংলাদেশ । ম্যান অব দ্যা সিরিজ হন থিসার পেরেরা । 


Solution: 

 Mr. Fazle Kabir বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর । তিনি ২০শে মার্চ, ২০১৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর 

 হিসেবে যোগদান করেন । 


Solution: 

 Country Name   Norway     Belgium    Netherlands    
   Capital City    Oslo   Brussels    Amsterdam 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজান । পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ । আর উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম মিসিসিপি । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0