Solution
Correct Answer: Option D
- সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
- সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। যেমন: বই ও পুস্তক = বই-পুস্তক, দেশের সেবা = দেশ- সেবা।
- সমাস প্রধানত ছয় প্রকার। যথা: সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস ।
- এগুলোর বাইরের সমাসগুলোকে অপ্রধান সমাস বলে। প্রাদি সমাস, নিত্য সমাস ও অলুক সমাসকে অপ্রধান সমাস বলে। এ সমাসগুলোর সচরাচর ব্যবহার নেই বা পাওয়া যায় না বলে একে অপ্রধান সমাস বলে।