Bank Asia Ltd. - Management Trainee - 2017 (44 টি প্রশ্ন )

Solution: 

  Mercury - পারদ        Silver - রূপা         Irion - লোহা     

আর এই তিনটি পদার্থের মধ্যে রূপা ও লোহা যা কঠিন পদার্থ কিন্তু পারদ হলো তরল পদার্থ । অপরদিকে 

Lithium হলো এক ধরনের পদার্থ । 


Solution: 

বাংলাদেশের ঐতিহাসিক শততম টেষ্ট এবং শ্রীলংকার বিপক্ষে ১৮তম টেষ্ট ক্রিকেট খেলে ২০১৭ সালের মার্চ মাসে । 

এই শততম টেস্টে বাংলাদেশ স্বাগতিক শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে হিতাসের পাতায় স্থান দখল করে নেয় । 



Leo Tolstoy হলেন Victorian যুগের রাশিয়ান ঔপন্যাসিক বা নাট্যকার । তাঁর বিখ্যাত নাটক হল The Fruits of Enlightenment

Solution: 

স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানের জন্য বাংলাদেশে 114 তম দেশ হিসেবে 27-ই ফেব্রুয়ারি 2017 সালে কসোভোকে 

স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে । 


Solution: 

সঠিক উত্তর হবে Bangladesh Power Development Board. অর্থাৎ অপশনে BPDB না হয়ে BPDB হবে । কারণ 

বিদ্যুৎখাতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় । আর DESA হচ্ছে Dhaka Electric Supply 

Authority. 


EPB বা Export Promotion Bureau হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের Wing যা রপ্তানি উন্নয়নের জন্য কাজ করে ।

BB বা Bangladesh Bank বাংলাদেশের সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে । আর MRA হলো

Micro credit Regulatory Authority যা দেশের সকল NGO এর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ।


Solution:

 যে করের ( Tax ) প্রাথমিক চাপ ও আসল চাপ একই ব্যক্তির উপর পড়ে তাকে Direct taxation বলে । Income Tax, Wealth Tax, 

 Capital Gain Tax এসবই Direct tax এর উদাহরণ । কিন্তু যে করের বোঝা অন্যের উপর চালান করে দেয়া যায় তাকে Indirect tax 

বলে । Value added tax বা VAT হচ্ছে এক ধরণের Indirect tax. 


Solution:

 কোন একটি দ্রব্যের যোগানের উপর একটি মাত্র উৎপাদক প্রতিষ্ঠানের সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপিত হলে তাকে Monopoly 

বলে । Monopoly market এ একজন মাত্র বিক্রেতা থাকে এবং তার দ্বারা বাজারে দ্রব্যের যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত 

হয় । Monopolist যে সকল দ্রব্য উৎপাদন করে তাদের কোন ঘনিষ্ট বিকল্প দ্রব্য থাকে না । এই Market এ অন্যান্য 

প্রতিযোগি Firm এর প্রবেশ পথ রুদ্ধ হয়ে যায় । দ্রব্যটির উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উৎস সম্পূর্ণ করায়ত্ত 

থাকার ফলে Monopolist নিরঙ্কুশ আধিপত্য লাভ করে । ফলে এতে কোন বিজ্ঞাপন খরচের দরকার হয় না । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution:

 Buyer's market বা ক্রেতাদের বাজার হচ্ছে ঐ ধরণের বাজার যেখানে ক্রেতাদের চাহিদার চেয়ে যোগানের পরিমাণ 

বেশি হয়, ফলে ক্রেতারা ঐ সকল পণ্য দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে মূল্যের দিক দিয়ে দরকষাকষি করার ক্ষমতা অর্জন করে । 

Buyer's market' এর বিপরীত ধারণা হলো 'Seller's market'. 


Solution: 

কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে । যে দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারে, 

তারই উপযোগ আছে বলে মনে করা হয় । কাপড় মানুষের অভাব পূরণ করতে পারে এজন্য মানুষের নিকট কাপড়ের উপযোগ রয়েছে । 


Solution: 

এক্ষেত্রে ৩য় সারি = ২য় সারি - ( ২ \( \times \) ১ম সারি ) 

 

 24 = 36 - (6 \( \times \) 2)  48 = 64 - (8 \( \times \) 2)   ? = 49 - ( 7 \( \times \) 2) = 35  

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, ইংরেজি Alphabet হতে M যদি সরিয়ে দেয়া হয়, তবে Alphabet গুলোর মধ্যে মাঝে অবস্থান করবে নিচের কোন অক্ষরটি ? 

আমরা জানি, ইংরেজি Alphabet এ মোট 26 টি বর্ণ রয়েছে । M কে সরিয়ে দিলে মোট অক্ষর হবে 25 টি । সেক্ষেত্রে 

 N হবে মাঝের বর্ণ । কেননা N এর ডান পাশে 12 টি ও বাম পাশে 12 টি বর্ণ থাকে । সেক্ষেত্রে সঠিক উত্তর হবে b). 


Solution: 

দেওয়া আছে, NATION হচ্ছে OCWMTT 

 অর্থাৎ N এর 1 বর্ণ পরে O আসবে ।

 A এর 1 বর্ণ পরে C আসবে ।   

 T এর 2 বর্ণ পরে W আসবে ।

 I এর 3 বর্ণ পরে M আসবে ।

O  এর 4 বর্ণ পরে T আসবে ।

 N এর 5 বর্ণ পরে T আসবে ।

 অতএব, C এর পরে আসে D  

   O এর 1 বর্ণ পরে আসে Q 

  U এর 2 বর্ণ পরে আসে X 

   N এর 3 বর্ণ পরে আসে R

   T এর 4 বর্ণ পরে আসে Y

   R এর 5 বর্ণ পরে আসে X 

 COUNTRY কে লেখা যায় DOXRYX. 


Solution:

দেওয়াআছে, যদি '\( \div \)' চিহ্ন কে P দ্বারা, '\( \times \)' কে Q দ্বারা, '+' কে R দ্বারা এবং '-' কে S দ্বারা সূচিত করা হয় তবে 18S36R12Q6P7 এর মান কত ?

এখানে, 18S36R12Q6P7

  = 18 \( \times \) 36 \( \div \) 12 - 6 + 7

  = 18 \( \times \) 3 - 6 + 7

  = 54 - 6 + 7

  = 55


Passage :

Six products - U, V, W, X, Y and Z - are to be placed in the display window of a vending machine with six compartments, numbered 1 though 6 from left to right. The products must be placed in the window, one product in each compartment, according to the given conditions. 

  • U cannot be immediately to the left or immediately to the right of V; 
  • W must be immediately to the left of X; 
  • Z cannot be in compartment 6. 

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, Z কে 3 নং Compartment এ রাখলে, তবে X এর ঠিক ডানেই 5 নং Compartment এ কোন product থাকবে ? 

Z কে 3 নং এবং X এর বামে W কে Set করে দিয়ে নিচের মতো করে Compartment টি সাজানো যায় 

  1    2    3    4    5    6 
  W    X    Z    U/V    Y    V/U 

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, U কে 5 নং Compartment এ রাখলে 6 নং Compartment এ কোন Product কে রাখতে হবে ? 

শর্তগুলো পূরণ করে নিম্নোক্তভাবে Product গুলোকে সাজানো যায় । 

  1    2    3    4    5    6 
  V    Z    W    X    U    Y 

 


Solution: 

বলা হচ্ছে যে, X কে 3 নং Compartment এ রাখলে W কে কোন Compartment এ রাখতে হবে ? 

যেহেতু X এর ঠিক বাম পাশেই W কে রাখতে হবে, তাই X কে 3 নং এ রাখলে W কে অবশ্যই 2 নং Compartment

এ রাখতে হবে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, নিচের কোন Product টি 1 নং Compartment এ থাকবে না ? 

যেহেতু X কে 1 নং Compartment এ রাখলে বামপাশে W কে রাখার কোন জায়গা থাকে না, তাই x কে 1 নং Compartment এ রাখা যাবে না । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, 45 টাকা কেজি দরের 2 কেজি Vegetable ঘি'র সাথে 70 টাকা কেজি দরের 3 কেজি Standard ঘি'র সাথে

  Mix করে তা 65 টাকা কেজি দরে বিক্রয় করা হলো । শতকরা লাভের পরিমাণ কত ? 

2 কেজি Vegetable ঘি'র ক্রয়মূল্য = 2 \( \times \) 45 = 90 টাকা 

আবার, 3 কেজি Standard ঘি'র ক্রয়মূল্য = 3 \( \times \) 70 = 210 টাকা 

 (2 + 3) = 5 কেজি ঘি'র মোট ক্রয়মূল্য = 90 + 210 = 300 টাকা 

  আবার, 5 কেজি ঘি'র বিক্রয়মূল্য = 5 \( \times \) 65 = 325 টাকা 

 লাভ হয় = \((\frac{{325 - 300}}{{300}} \times 100) = (\frac{{25}}{{300}} \times 100)\) = 8.33% 

   


324  কে নিচের মতো করে লেখা যায়ঃ  

(34) = (81) এখন 81 কে Generalize করলেও সর্ব ডানে সর্বদা 1 থাকবে । তাই সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করলে 

ভাগশেষ সর্বদা 1 থাকবে । এটি আপনারা 81 কে ভাগ করে দেখতে পারেন । 


Solution: 

দেয়া আছে, xy > 0; অর্থাৎ xy Positive number. 

আবার, yz < 0; অর্থাৎ yz Negative number. 

এখন, অপশন c) এর xyz কে আমরা এভাবে সাজাতে পারিঃ xy \( \times \) yz  

    = (Positive number ) \( \times \) (Negative number ) 

   = Negative number. 


Solution: 

(3, k, 2, 8, m, 3) এই সংখ্যাগুলোর গড় 4. যদি K ও m পূর্ণ সংখ্যা হয় এবং k \( \ne \) m হয় তবে সংখ্যাগুলোর মধ্যক কত ? 

  6 টি সংখ্যার সমষ্টি = 3 + k + 2 + 8 + m + 3 

  => 6 \( \times \) 4 = m + k + 16 

 => 24 = m + k + 16 

        m + k = 8 

     এখন, m = 7 এবং k = 1 হলে m + k = 7 + 1 = 8 হয় । 

    এখন সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 1, 2, 3, 3, 7, 8. 

  যেহেতু, 6টি (জোড় সংখ্যা) রয়েছে, তাই মধ্যক = \(\frac{{\frac{6}{2}(\frac{6}{2} + 1)}}{2}\) তম পদ দুটির সাংখিক মানের সমষ্টি 

                                                              = 3 তম পদ ও 4 তম পদের সমষ্টি / 2 = 3 + 3/ 2 = 6/2 = 3 


Solution: 

বলা হচ্ছে যে, গত বছর Salem 26টি Paycheck পেল যার মধ্যে প্রথম 6 টির প্রত্যেকটি 750 টাকার এবং বাকি Paycheck গুলো 

পূর্বের Paycheck এর চাইতে 30 টাকা বেশি হলে ঐ সকল Paycheck গুলোর গড় টাকার পরিমাণ (প্রায়) কত হবে ? 

 প্রথম 6টি Paycheck এর মূল্য = 6 \( \times \) 750 = 4,500 টাকা 

 পরবর্তী 20 টি Paycheck এর প্রত্যেকটির মূল্য হবে = 750 + 30 = 780 টাকা 

 20 টি Paycheck এর টাকার সমষ্টি হবে = 20 \( \times \) 780 = 15,600 টাকা 

 26 টি Paycheck এর গড় = \(\frac{{4500 + 15600}}{{26}} = \frac{{20100}}{{26}}\) = 773.0769 টাকা 

    Nearest মান না থাকায় অপশন d) উত্তর হবে । 

  Shortcut: গড় = \(\frac{{(6 \times 750) + (26 - 6)(750 + 30)}}{{26}}\) = 773.0769 টাকা 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, প্রতি 10 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয় । প্রথমে ব্যাকটেরিয়ার সংখ্যা 10 টি থাকলে 1 ঘন্টা 

পরে কয়টি ব্যাকটেরিয়া হবে ? 

  10 মিনিট পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = (10 \( \times \) 2) টি 

  20 মিনিট পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = (10 \( \times \) 2 \( \times \) 2) টি 

  30 মিনিট পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = (10 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2) টি 

  40 মিনিট পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = (10 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2) টি 

  50 মিনিট পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = (10 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2) টি 

  60 মিনিট পরে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = (10 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2 \( \times \) 2) = (10 \( \times \) 2 ) টি 

  


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, গত বছর একটি Company'র আয় ছিল 12 মিলিয়ন । এই বছরে গত বছরের চাইতে 150% বেশি

হবে বলে পূর্বাভাস দেয়া হলে এই বছরের আয় কত হতে পারে ? 

গত বছর ঐ Company'র আয় ছিল 12 মিলিয়ন । 

এই বছর Projected আয় হবে = (12 + 12 এর 150%) = \((12 + \frac{{12 \times 150}}{{100}})\) = 12 + 18 = 30 মিলিয়ন 


Solution:

বলা হচ্ছে যে, দুই অঙ্কের পূর্ণ সংখ্যা AB ও BA এর যোগফল হল তিন অঙ্কের পূর্ণ সংখ্যা AAC; যেখানে A, B & C 

তিনটি ভিন্ন ভিন্ন অঙ্ক হলে AAC সংখ্যাটির একক স্থানীয় অংকটি কত ? 

 ধরি, A = 9 এবং B = 9 

এখন, 99 + 99 = 198 

AAC যেহেতু 198 হতে বড় হতে পারবে না, তাই A = 1 হবে । 

এখন, 11C হচ্ছে একটি 3 অঙ্কের সংখ্যা, তাই A = 1 হবে । 

যেহেতু, 18 + 81 = 99 যা দুই অঙ্কের সংখ্যা 

 19 + 91 = 100 + 10 + C   => 110 = 110 + C     C = 0 


Solution: 

বলা হচ্ছে যে, ব্যাকটেরিয়া Culturing এ ব্যাকটেরিয়া প্রতি 2 মিনিটে দ্বিগুণ হয় । তাহলে 1,000 টি ব্যাকটেরিয়া হতে 

5,00,000 ব্যাকটেরিয়ায় পৌছাতে কত মিনিট সময় লাগবে ? 

  2 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 1,000 = 2,000 

  4 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 2,000 = 4,000

  6 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 4,000 = 8,000 

  8 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 8,000 = 16,000 

  10 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 16,000 = 32,000 

  12 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 32,000 = 64,000 

  14 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 64,000 = 1,28,000   

  16 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 1,28,000 = 2,56,000 

  18 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে = 2 \( \times \) 2,56,000 = 5,12,000  \( \approx \) 5,00,000. 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল n হলে n এর সাপেক্ষে বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত হবে ? 

দেয়া আছে, বর্গক্ষেত্রটির Area = n 

 এক বাহুর দৈর্ঘ্য = \(\sqrt n \) 

 কর্ণের দৈর্ঘ্য = \(\sqrt 2  \times \) এক বাহুর দৈর্ঘ্য = \(\sqrt 2  \times \sqrt n  = \sqrt {2n} \) 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Compliant - অন্যের ইচ্ছা পূরণে সম্মত; ভদ্র                Servile - ক্রীতদাসসুলভ; দাস্য   
        Trusting - আস্থাবান            Gullible - সহজে প্রতারণাযোগ্য  
      Cringing - দাস সুলভ আচরণ   Fawn - তোষামোদের মাধ্যমে কারো অনুগ্রহ লাভের চেষ্ঠা করা   
 Pleasant - মনোরম; সুখকর; সুপ্রিয়          Effortless - উদ্যমহীন; বিনা-প্রচেষ্ঠায় 
 Arduous - (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর           Futile - (কার্যসম্বন্ধে) নিস্ফল; বৃথা 

ব্যাখ্যাঃ অতিরিক্ত Compliant হলো Servile; আর অতিরিক্ত Trusting হলো Gullible. 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0