- ১৯৮৯ সালে নামিবিয়া মিশনে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু হয়।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীঃ
- গঠিত হয়ঃ ১৯৪৮ সালে (আরব-ইসরাইলের প্রথম যুদ্ধের প্রেক্ষাপটে)
- গঠন করেঃ নিরাপত্তা পরিষদ
- অন্য নামঃ Blue Beret.
- প্রথম মিশনের নামঃ United Nations Truce Supervision Organisation (UNTSO) এটি জেরুজালেমে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে এটি এখনো কর্মরত। সবচেয়ে দীর্ঘস্থায়ী মিশন।
- জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নোবেল পুরস্কার লাভ করে - ১৯৮৮ সালে।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশঃ
- সদস্য হয়ঃ ১৯৭৯ সালে।
- প্রথম অংশগ্রহণ করেঃ ১৯৮৮ সালে ; জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG) এ ১৫ জন সেনা।
- প্রথম মিশনে যায়- সেনাবাহিনী( ১৯৮৮), পুলিশ (১৯৮৯, নামিবিয়া), নৌ ও বিমানবাহিনী (১৯৯৩), নারী পুলিশ(১৯৯৯, পূর্ব তিমুর)
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণে নির্মিত স্তম্ভ- শান্তিস্তম্ভ (জাতীয় প্যারেড স্কয়ারে)
- বাংলাদেশ নারীরা প্রথম পূর্ণাঙ্গ মিশন নিয়ে শান্তিরক্ষী মিশনে যায়- ২০১০ সালে (কঙ্গোতে, ৮১ জন) ; নাম ছিলোঃ ফর্মেড পুলিশ ইউনিট।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় - ঢাকা
- BIPSOT- বাংলাদেশ ইনিস্টিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রতিষ্ঠা - ১৯৯৯ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে।