Joint Recruitment Test for 7 Banks and Financial Institutions - (Senior Officers) - 05.11.2021 (80 টি প্রশ্ন )
(2 ⁴ )² -1
=(2 ⁴ )² -(1)²
=(2 ⁴+1)(2 ⁴-1) [a²-b²=(a+b)(a-b)]
=(16+1)(16-1)
=17×15
=17×5×3
বৃহত্তম মৌলিক সংখ্যা 17
Power Point এ তৈরিকৃত Presentation কে ৬ ভাবে view করা যায় ।যেমন - Normal view,Slide sorter view,Notes view,Reading view,Slides view,Outline view .প্রেজেন্টেশন করার জন্য এ সকল অপশনগুলো পেতে রিবনের view ট্যাবে ক্লিক করতে হবে তারপর presentation views গ্রুপ থেকে e view গুলো দেখা যায় ।এর মধ্যে Slide sorter view দ্বারা একত্রে সকল slide দেখার পাশাপাশি slide এর বিষয়াবলী আলাদাভাবে একের পর এক প্রদর্শন করে
জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক নামক জীবগোষ্ঠীর উৎপত্তি ,প্রকৃতি ,ও পরিবেশ ,শ্রেণিবিন্যাস ,দৈহিক গঠন ,সংখ্যাবৃদ্ধি ,উপকারী ও ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করে তাকে Mycology বলে । মাশরুম ছত্রাকের এক ধরনের প্রজনন অঙ্গ হিসেবে বিবেচিত
আমরা জানি ,
C/5=(F-32)/9
মনে করি ,C=F=X
∴x/5=(x-32)/F
বা,9x=5x-160
বা, 4x=-160
বা,x=-160/4
বা,x=-40⁰
বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ হল পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র টুভ্যালু ।বর্তমান দেশটি ১০ কিলোটন কার্বন নিঃসরণ করে যা ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ।
Bullets ও Numbering হল -Ms -word ডকুমেন্টের কোন লাইন কিংবা প্যারাগ্রাফ বুলেট চিহ্ন বা নাম্বার দ্বারা লিস্ট আকারে সুন্দরভাবে প্রকাশ করা ।Bullets ও Numbering করার ক্ষেত্রে যথাক্রমে Home Ribbon এর Paragraph option এর Bullets option এ click করলে টা চলে আসবে । আর লেখাকে ক্রমিক আকারে সাজাতে Home Ribbon এর paragraph option এর Numbering option এ click করলে তা ক্রমিক আকারে সজ্জিত হবে ।
Ms Word 2007 এ এক লক্ষের বেশি শব্দ সমষ্টি সম্বলিত একটি ডিকশনারি বা Thesaurus সংযোজিত রয়েছে। এই Thesaurus এর সাহায্যে আমরা যে কোন শব্দের সমার্থক শব্দ ,বিপরীতার্থক শব্দ ,কর্তা ,ক্রিয়া ,বিশেষণ ইত্যাদি জানতে পারি । আবার যে কোন শব্দকে অন্য কোন সমার্থক শব্দ দ্বারা পরিবর্তনও করতে পারি ।
- বিভিন্ন টেবিলের মধ্যে যদি একই নামের attribute থাকে কিন্তু এদের অর্থ বা context ভিন্ন হয়, তখন সেগুলোকে Homonym বলা হয়।
- Homonym হলো একই নামের দুটি ভিন্ন বস্তু বা ধারণা যা ভিন্ন ভিন্ন জায়গায় বা টেবিলে ব্যবহৃত হয়।
- এটি ডেটাবেজ ডিজাইন এবং কুয়েরি লেখার সময় গুরুত্বপূর্ণ, কারণ একই নাম থাকলেও তা ভিন্ন ভিন্ন attribute নির্দেশ করতে পারে।

অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
- Acronym হলো শব্দের সংক্ষিপ্তরূপ, যেমন "NASA"।
- Synonym হলো একটি বস্তু বা ধারণার বিভিন্ন নাম, যেমন "vehicle" এবং "car"।
- Mutually Exclusive বলতে দুটি বিষয় বোঝায় যেগুলো একসাথে ঘটতে পারে না বা একে অপরকে বাদ দেয়।

সুতরাং, প্রশ্নে যেখানে একই নামের attribute দুটি ভিন্ন টেবিলে আছে এবং তাদের মান বা অর্থ ভিন্ন, সেটাকে Homonym বলা হয়।
রোসাটম রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা । এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় ।এর সদর দপ্তর রাশিয়ার মস্কোতে অবস্থিত ।প্রতিস্থানটি বাংলাদেশের রুপ্পুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করছে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আলফ্রেদ নোবেল ১৮৬৬ সালে নাইট্রো গ্লিসারিনের সাথে কিসেল্গুর মিশিয়ে ডিনামাইট তৈরি করেন । তিনি ১৮৬৭ সালে ডিনামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন ।এ ডিনামাইট আবিস্কার করেই তিনি প্রচুর অর্থ উপার্জন করে। এ অর্জিত অর্থ ১৮৯৬ সালে মৃত্যুর ঠিক এক বছর আগে ১৮৯৫ সালে উইল করে যান । এই উইলকৃত অর্থ দিয়ে ১৮০১ সাল থেকে ৫ টি বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয় ।তারপর আলফ্রেদ নোবেল এর প্রতি সম্মান জানাতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক Sveriges Risksbank অর্থনীতিতে নোবেল পুরষ্কার প্রবর্তন করেন ।জলে ১৯৬৯ থেকে অর্থনীতি সহ মোট ৬ টি বিষয়ে নোবেল পুরষ্কার প্রদান করা হয় ।
২০০৭-২০২১ সাল পর্যন্ত অনুষ্ঠিত ICC পুরুষ টি -২০ বিশবকাপের ইতিহাসে অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন এমন ১০ জন খেলোয়াড়কে ICC leading light এর স্বীকৃতি প্রদান করে। ১০ জনের এ তালিকায় একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান স্থান পেয়েছে ।
এশীয় -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্ন্যনশীল দেশগুলোকে করোনা মোকাবেলা ও দারিদ্র দূরীকরণের জন্য ১৮ মার্চ , ২০২০ সাল Asian Development Bank ৬.৫ বিলিয়ন ডলারের করোনা পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করে ।
বাংলাদেশ সংবিধানের ১ নং ধারা অনুযায়ী ,বাংলাদেশ একটি একক ,স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয় ।এ দলটি স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত
শিশুদের অধিকারের উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য Kids Rights Foundation 2005 সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রদান করে ।

২৪ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনে ভাষণ দানকালে ৬ দফা প্রস্তাব উপস্থাপন করেন ।তা হল -
১। কোভিডমুক্ত একটি বিশ্ব গড়ার লক্ষ্যে টিকার সর্বজনীন ও সাশ্রয়ী মূল্যে টিকা প্রাপ্তির নিশ্চয়তা ।
২। কার্বন  নিঃসরণ হ্রাস ,নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান ,অভিযোজন তহবিলে অর্থায়ন
৩।মহামারির প্রকোপে পড়া শিক্ষা ব্যবস্থার ক্ষতি পূরণের জন্য ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা , ইন্টারনেটের সুযোগ সুবিধার সহজলভ্যতা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ ।
৪। স্বল্পোন্নত দেশের টেকসই উত্তরণ ত্বরান্বিত করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রণোদনা বৃদ্ধি ।

৫।অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা ,তাদের কর্মসংস্থান ,স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা ।



বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫।
মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধিঃ ৮.৫১%
- মুদ্রাস্ফীতিঃ ৪.৬%
- দারিদ্রের নিম্নহারঃ ৭.৪%
- জিডিপির আকারঃ ১৭,০৮৭ বিলিয়ন টাকা
- মাথাপিছু আয়ঃ ৩০৫৯ মার্কিন ডলার

 


প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক খাতে ডিজিটালাইজেশনের জন্য ডাক বিভাগ কর্তৃক চালুকৃত মোবাইল ব্যাংকিং সেবা নগদ ২০২০ সালে ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির সম্মেলনে ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ইনক্লুশন বিভাগে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের 'গ্লোবাল আইসিটি এক্সিলেন্স পুরষ্কার ' লাভ করে।উল্লেখ্য, ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে ২০১৯ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারী প্রতিস্থান 'নগদ' সেবা চালু করে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যুক্তরাজ্য সরকার সবুজ শিল্প বিপ্লবের অংশ হিসেবে যে সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে তা হল -২০৩০ সালের মধ্যে নতুন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি তৈরির উপর নিষেধাজ্ঞা প্রদান , প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ,২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি ।


- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- এর বর্তমান সদস্য ১১ (ব্রাজিল,রাশিয়া,ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব)
- ১৫তম সম্মেলন জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা -এ আরো নতুন ৬ দেশকে অনুমোদন দেয়। 
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২১ জুলাই ,২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে  নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয় .
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে

মনেকরি, মোট দানকৃত বই= x
এবং মোট ছাত্র সংখ্যা =y
প্রশ্নমতে ,4y+20=x..........i
এবং 5(y-3)=x
বা,5y-15=x...........ii
i × 5-ii×4
20y+100=5x
20y -60=4x
......................
       160=x
x=160
মোট বইয়ের সংখ্যা 160 টি


দেওয়া আছে, 
1/(a+1) + 1/(b+1)
= 1/(√2+1+1) + 1/(√2-1+1)
= 1/(√2+2) + 1/√2
= (√2+√2+2)/√2(√2+2)
= (2√2+2)/(2+2√2)
= (2+2√2)/(2+2√2)
= 1


আমরা জানি ,
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল 3πr²
প্রশ্নমতে , 3πr²=36π
বা , r²=12
বা  r²=(2√3)²
বা  r=(2√3)
সঠিক উত্তর =(2√3)



যেহেতু ∠B=90⁰
এবং ∠A=∠C
সেহেতু  ∠A=45⁰
∴ tan45⁰ =1


দেওয়া আছে ,
f(x)=2x-1 এবং g(x)=x ²
∴f(g(x))=f(x) ²
             =2x ²-1
∴f(g(-3)=2(-3) ²-1
              =2.9-1
              =18-1=17


আমরা জানি ,
চক্রবৃদ্ধি সুদাসল ,C=P(1+r/100)n
আবার,ষাণ্মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ,
C=P(1+r/100× 2)n×2

১ম ক্ষেত্রে , Q =P(1+r/100× 2)2×2
বা, Q=P(1+r/100× 2)4.........i
২য় ক্ষেত্রে ,Q =P(1+S/100)2.............ii

i ও ii
 P(1+r/100× 2)4=P(1+S/100)2
বা, (1+R/100× 2)2=1+S/100
R<S

চক্রবৃদ্ধি সুদাসল ,C=P(1+r+/100)n
প্রথম ক্ষেত্রে 2P=P(1+r/100)4
বা, 2=(1+r/100)4
 বা,2(1/4 )=(1+r/100)
বা,(1+r/100)=2(1/4 )

আবার, 8P=P(1+r+/100)n
বা,8=(1+r+/100)n
বা, 2³=(21/4 )n
বা, 2³=2n/4
বা, 3=n/4
বা,n=12 বছর
∴ ১২ বছর পর সুদাসল ৮ গুণ হবে ।


দেওয়া আছে, h = 4r
প্রশ্নমতে , πr ²h=256π
বা, r²h=256
বা,r².4r=256
বা,4r³=256
বা, r³=64
বা,  r³=4³
      r=4
সিলিন্ডারের ব্যাসার্ধ =4cm

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Given, 3(m-n) = 24
⇒ m = 8+n
Now, 3m+2n = 9
⇒ 3(8 + n) + 2n = 9
⇒ 5n = -15
⇒ n = -3
Again, m = 8+n = 8 - 3 = 5
So, mn = 5 × (-3) = -15


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0