Joint Recruitment Test for 7 Banks and Financial Institutions - (Senior Officers) - 05.11.2021 (80 টি প্রশ্ন )
শিশুদের অধিকারের উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য Kids Rights Foundation 2005 সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রদান করে ।
বাংলাদেশ সংবিধানের ১ নং ধারা অনুযায়ী ,বাংলাদেশ একটি একক ,স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে
পৃথিবী ,বসুমতী ,অনন্তা ,বসুধা ,বসুমাতা ,ধরা ,ধরিত্রী,ধরাতল ,মেদিনী ,মহি ,অদিতি ,অবনি ,অখিল ,ভুবন, বিশ্ব ,জগৎ ,ক্ষিতি ,ক্ষিতিতল ,মর্ত্য ,দুনিয়া ,জাহান,। যামিনী অর্থ -রাত ।তটিনী অর্থ -নদী ;সিতারা অর্থ -নক্ষত্র
ব্রীহি অর্থ ধান ।বহুব্রীহি অর্থ -বহু ধান আছে যার ।যে সমাসের সমস্তপদ পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় ,তাই বহুব্রীহি সমাস । বহুব্রীহি সমাসে সাধারণত যার ,যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয় ।যেমন -অল্প প্রাণ যার =অল্পপ্রাণ ;দশ আনন যার =দশানন ।

সৈয়দ ওয়ালীউল্লাহর ইংরেজীতে রচিত ব্যঙ্গাত্মক উপন্যাস How to cook beans .এটি শিবব্রত বর্মণ 'শিম কিভাবে রান্না করতে হয় নামে ' অনুবাদ করেন । উল্লেখ্য ,সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' (১৯৪৮) উপন্যাসটি Tree without roots নামে অনূদিত হয় ।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 'মতিচূর' গ্রন্থের দ্বিতীয় খণ্ডে 'সৌরজগৎ ' নামে একটি প্রবন্ধ রয়েছে .১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় ' নবনূর ' পত্রিকায় ।মোহাম্মদ নাসিরুউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত 'সওগাত' পত্রিকায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অধিকাংশ লেখাই প্রকাশিত হতো । 

বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় প্রত্যঙ্গ হল স্বরযন্ত্র এবং স্বরযন্ত্রের মধ্যবর্তী স্বরতন্ত্রী। স্বরযন্ত্রের মাঝে দুটো সূক্ষ্ম তন্ত্রী আছে, এদেরকে স্বরতন্ত্রী বলে। এর মাঝখান দিয়ে ফুসফুসে বাতাস আসে আর যায়। আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় , তাকে ঘোষ ধ্বনি বলে।। অর্থাৎ, মানবদেহের স্বরতন্ত্রী ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে।

-ন ব্যয় =অব্যয় ।
-যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় ,তাকে অব্যয় পদ বলে ।
-বাংলা ভাষায় আগত বিদেশি অব্যয় সমূহ ঃ আলবত ,বহুত ,খুব ,খাসা ,মাইরি ,খুব ,শাবাশ ,মারহাবা
আলকাপ হল দলীয় ও মিশ্র প্রকৃতির সংগীত প্রদর্শন ,যা পালাগানের একটি শাখা । এতে নাচ ,গান,কথা,ছড়া ,অভিনয় ইতাদির মিশ্রণ আছে।সাধারণত দশ -বারোজন শিল্পী নিয়ে আলকাপের দল গঠিত ।দলের প্রধানকে বলা হয় সরকার বা ওস্তাদ বা মাস্টার। অবিভক্ত বঙ্গদেশের মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব লোকসংগীত। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম, মালদহ, বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বৃহত্তর রাজশাহীর বিভিন্ন অঞ্চলে এই গান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গান পালা গান এরই একটি অঙ্গ।

ভগ্নস্তূপ, ভৌগোলিক শব্দ দ্বয় বাংলা একাডেমি অভিধান অনুসারে শুদ্ধ।
ভূমিধ্বস এর ধস বানান ভুল, এর শুদ্ধ বানান হবে ধস।


কেতাদুরস্ত  অর্থ পরিপাটি
কেউকেটা অর্থ বিশিষ্ট ব্যক্তি
কাপুড়ে বাবু অর্থ  বাহ্যিক সভ্য
কলমপেষা অর্থ কেরানিগিরি করা
প্রথম তিনটি দ্বারা ব্যাক্তির বৈশিষ্ট্য বুঝায়। কিন্তু  অপশন (ঘ) এর বাগধারাটি দ্বারা বৃত্তি/কাজের ধরন বুঝাচ্ছে।তাই এটি প্রথম তিনটির থেকে বিসদৃশ

আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক - এই বাক্যটি শুদ্ধ।

অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ
ছেলেটি মারাত্মক মেধাবী। - ছেলেটি অত্যন্ত মেধাবী।
দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়ার সম্ভাবনা প্রচুর। - দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়ার আশংকা প্রচুর।
সে পান্তাভাত খেয়ে মাঠে গেলো। - সে পান্তা/ভাত খেয়ে মাঠে গেল। 

“ছেলে তো না, একটা বিচ্ছু!” “ছেলে তো না, যেন একটা হিটলার।” এই বাক্য গুলোতে ‘না’ শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে।

রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর ।তিনি সুলতানদের সভাকবি ছিলেন ।তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে পারসি কবি আব্দুর রহমান জামী রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা 'থেকে বাংলায় ইউসুফ জোলেখা নামে অনুবাদ করেন

Power Point এ তৈরিকৃত Presentation কে ৬ ভাবে view করা যায় ।যেমন - Normal view,Slide sorter view,Notes view,Reading view,Slides view,Outline view .প্রেজেন্টেশন করার জন্য এ সকল অপশনগুলো পেতে রিবনের view ট্যাবে ক্লিক করতে হবে তারপর presentation views গ্রুপ থেকে e view গুলো দেখা যায় ।এর মধ্যে Slide sorter view দ্বারা একত্রে সকল slide দেখার পাশাপাশি slide এর বিষয়াবলী আলাদাভাবে একের পর এক প্রদর্শন করে
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক খাতে ডিজিটালাইজেশনের জন্য ডাক বিভাগ কর্তৃক চালুকৃত মোবাইল ব্যাংকিং সেবা নগদ ২০২০ সালে ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির সম্মেলনে ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ইনক্লুশন বিভাগে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের 'গ্লোবাল আইসিটি এক্সিলেন্স পুরষ্কার ' লাভ করে।উল্লেখ্য, ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে ২০১৯ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারী প্রতিস্থান 'নগদ' সেবা চালু করে ।
চরিত্রের চেতন-অবচেতন মনে যেসব চিন্তা ভাবনা ,স্মৃতি ,অনুভূতি ভেসে আসে আধুনিক সাহিত্যে এই ভেসে আসা বা প্রবাহকে Stream of Conciousness নামে অভিহিত করা হয় ।সাহিত্যে এটি একটি narrative technique হিসেবে ব্যবহৃত হয় ।Virginia Wolf তার Mrs. Dalloway এবং To the Lighthouse উপন্যাসে এই Stream of Conciousness এর ব্যাপক ব্যবহার করেছেন ।
রেনেসাঁ যুগের শিল্পকর্ম বা Renaissance art এ ব্যবহৃত technique গুলোর মধ্যে realism , individualism এবং Perspective অন্যতম ।তবে 'abstraction' renaissance art -এ ব্যবহৃত কোন Techniquw বা পদ্ধতি নয় ।
কবিতায় নান্দনিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য যে উপকরণগুলো ব্যবহৃত হয় তাদেরকে Literary devices বলে ।যেমন - assonance  - স্বরসাদৃশ্য , (repetition of  same vowel sound in words,phrases or sentences ), Onomatopoea -ধনাত্মক শব্দ (use of words that imitate natural sounds _ eg 'Hiss' , 'Buzz) Rhyme-অন্ত্যমিল (Use of words that end in the same sound ইত্যাদি । অন্যদিকে Grammer কবিতার কোন উপকরণ হয় না ' এটি মূলত ভাষাকে বিশ্লেষণ করে ।
ক্ষেত্রফল 1/2x7x10
            =35

আমরা জানি ,
1+2+3...+n=n(n+1)/2
∴1+2+3...+...+100=100(100+1)/2
                            =(100×101)/2
                           =50×101
                           =5050
∴ গড় =5050/100=50.5

বর্তমানে কোন কিছু চলমান বোঝাতে present continuos tense ব্যবহৃত হয় ।সুতরাং শূন্যস্থানে It's raining বসবে

প্রথম বাক্সের কমলা সংখ্যা =x
দ্বিতীয় বাক্সের  কমলা সংখ্যা  =y
প্রশ্নমতে x+y =640 .............i
এবং x-x এর 1/5 =y+xএর 1/5
বা, x-x/5=y+x/5
বা , x-(x/5)-(x/5)=y
বা , (5x-x-x)5=y
বা ,3x5=y
বা,y=3x5
∴(i)
 x+3x/5=640
(5x+3x)/5=640
8x/5=640
x=(640×5)8
∴ 400

যুক্তরাজ্য সরকার সবুজ শিল্প বিপ্লবের অংশ হিসেবে যে সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে তা হল -২০৩০ সালের মধ্যে নতুন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি তৈরির উপর নিষেধাজ্ঞা প্রদান , প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ,২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি ।

জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক নামক জীবগোষ্ঠীর উৎপত্তি ,প্রকৃতি ,ও পরিবেশ ,শ্রেণিবিন্যাস ,দৈহিক গঠন ,সংখ্যাবৃদ্ধি ,উপকারী ও ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করে তাকে Mycology বলে । মাশরুম ছত্রাকের এক ধরনের প্রজনন অঙ্গ হিসেবে বিবেচিত
হাস্যরসের মধ্যে দিয়ে একই শব্দের ভিন্নার্থে ব্যবহারকেই pun বলে। অর্থাৎ play on words বা শব্দ নীয়ে কৌতুক করা বা খেলাকে pun বলা হয় ।
Simile হল -দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং এতে সর্বদাই as/like উল্লেখ থাকে ।
Metaphor হল দুটি ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা এবং এতে as/like উল্লেখ থাকে না ।
Haiku হল ৩ লাইনের জাপানি কবিতা

আমরা জানি , ax²+bx+c=0
সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি এর নিশ্চয়ক ,b²-4ac=0
∴ x²+(p-3)x+p=0 এর মূলদ্বয়
বাস্তব ও সমান হলে
(p-3)²-4.1.p=0
বা, p²-6p+9-4p=0
বা,p²-10p+9=0
বা,p²-9p-p+9=0
p(p-9)-1(p-9)=0
(p-9)(p-1)=0
∴ p=1,9

Ms Word 2007 এ এক লক্ষের বেশি শব্দ সমষ্টি সম্বলিত একটি ডিকশনারি বা Thesaurus সংযোজিত রয়েছে। এই Thesaurus এর সাহায্যে আমরা যে কোন শব্দের সমার্থক শব্দ ,বিপরীতার্থক শব্দ ,কর্তা ,ক্রিয়া ,বিশেষণ ইত্যাদি জানতে পারি । আবার যে কোন শব্দকে অন্য কোন সমার্থক শব্দ দ্বারা পরিবর্তনও করতে পারি ।

মনে করি ক্রমিক বিজোড় সংখ্যা 4টি  যথাক্রমে x,x+2,x+4,x+6
প্রশ্নমতে, x+x+2+x+4+x+6=60
বা,4x+12=60
4x=48
x=12

∴ সবচেয়ে বড় সংখ্যাটি 12+6=18

অপশন ক ,খ ,এবং ঘ তে বাক্যগুলো passive অর্থ প্রকাশ করছে ।কারণ কাজগুলো কর্তা দ্বারা না হয়ে অন্য কারো দ্বারা সংঘটিত হয়েছে এমন বোঝাচ্ছে ।সুতরাং বাক্যটি passive অর্থ প্রকাশ করছে না । They made me do it বাক্যটির passive  হল -I was made to do it by them .


  • ←Prev
  • Notice (8): Undefined index: pageCount [CORE/Cake/View/Helper/PaginatorHelper.php, line 723]
  • → Next
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0