Which is the widely used protocol to receive emali?
Solution
Correct Answer: Option A
- ইমেল পাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটোকল হলো POP3 (Post Office Protocol version 3)।
- এই প্রোটোকলটি ইমেল সার্ভার থেকে আপনার ডিভাইসে ইমেল ডাউনলোড করে।
- যখন ইমেল ডাউনলোড হয়ে যায়, তখন সাধারণত সার্ভার থেকে ইমেলটি মুছে ফেলা হয় (যদিও কিছু সেটিংসে সার্ভারে একটি কপি রাখার অপশন থাকে)।