NASDAQ বিশ্বের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক্স স্ক্রিন ভিত্তিক শেয়ার বাজার এবং বাজার মূলধনের দিক দিয়ে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ।এটি ৮ ফেব্রুয়ারি ,১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় ।এর অবস্থান নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র ।
ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে । - এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল। - বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯ টি দেশসহ ২৫ টি দেশে 'ইউরো ' মুদ্রা চালু আছে ।
২০২২ সালে ২২ তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ।এ বিশ্বকাপে মোট ৩২ টি দেশ অংশগ্রহণ করবে। ১৮ ডিসেম্বর , ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ।
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যভুক্ত LDC দেশসমুহ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের যে সুবিধা পেয়ে থাকে তা Generalized System of Preferences নামে পরিচিত । ১৯৭৬ সালে GSP চালু হয়
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারিকৃত অধ্যাদেশ ৩৭ এর মাধ্যমে Central Testing Laboratory এবং Bangladesh Standards Institution কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান হিসেবে Bangladesh Standards and Testing Institution প্রতিষ্ঠিত হয় । - পরবর্তীতে ১৯৯৫ সালে কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরটির BSTI এর সঙ্গে একীভূত হয় । দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে BSTI এর মূল দায়িত্ব হচ্ছে দেশে উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা ,সন্দ প্রদান ,মেট্রিক পদ্ধতির প্রচলন এবং জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা । - দেশের জরুরী প্রয়োজনে খাদ্য আমদানি ও বিতরণের লক্ষে ১৯৭২ সালে Trading Corporation of Bangladesh প্রতিষ্ঠা করা হয় । - শুল্ক কর আরোপ ও আদায় করার জন্য ১৯৭২ সালে National Revenue Board গঠিত হয় ।
শ্রম অর্থনীতিতে অবদানের জন্য ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন ডেভিড কার্ড । অন্যদিকে প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে ডেভিড কার্ডের সাথে যৌথভাবে জোশুয়া ডি অ্যাঙ্গরিষ্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন
১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১২৭ নং আদেশ অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত সাবেক 'স্টেট ব্যাংক অব পাকিস্তান 'এর সব দায় -দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় । -বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলঃ -- মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ কর, -- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা , -- ঋণের প্রক্ষেপণের মাধ্যমে সরকারি -- বেসরকারি ঋণের যোগান ধার্য করা, -- মুদ্রা নীতি ঘোষণা, -- বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়া, -- নিকাশ ঘরের দায়িত্ব পালন ।
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা। সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিসরের সুয়েজ ক্যানেল অথরিটির ওপর ন্যাস্ত। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় - সব সময়েই যে কোন দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। সূত্র: history.statestate.gov
১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ,কানাডা ,মেক্সিকোর মধ্যে North American Free Trade Agreement চুক্তি স্বাক্ষরিত হয় ।এটি ১৯৯৪ সালে কার্যকর হয় ,কিন্তু উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির পরিবর্তে ২০১৮ সালে United States Mexico -Canada Agreement স্বাক্ষরিত হয় ।এটি ২০২০ সালে কার্যকর হয় ।এর সদর দপ্তর মেক্সিকো সিটিতে অবস্থিত ।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং উচ্চ মদ্রাস্ফীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হওয়ায় ভেনিজুয়েলা সরকার তার মুদ্রা ' বলিভার' এর মূল্যমান নির্ধারণ , মুদ্রাস্ফীতি এবং অর্থনীতির বেহাল দশা থেকে দেশকে বাচাতেঁ পুরনো মুদ্রা বলিভারের নাম পরিবর্তন করে 'সভেরিয়ান বলিভিয়ান' রাখে । আর মুদ্রার মূল্যমান কমিয়ে আনতে ১ অক্টোবর , ২০২১ ভেনিজুয়েলা মুদ্রা থেকে ৬ টি শূন্য বাদ দিয়ে নতুন মুদ্রার মূল্যমান নির্ধারণ করেন । উদাহরণস্বরূপ ,পূর্বের ১০,০০০০০ বলিভারের বর্তমান মূল্যমান ১ বলিভার নির্ধারণ করা হয়েছে
বাংলাদেশের অনুষ্ঠিত সব হোম সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নেয় বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান Bantech , চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই দুই বছরে সম্প্রচার স্বত্ববাবদ ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার প্রদান করবে ১৮ মে ,২০২১ থেকে ৫ অক্টোবর ,২০২৩ সালের মধ্যে
১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুসারে ,১ এপ্রিল ,১৯৩৫ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক Reserve Bank of India প্রতিষ্ঠিত হয় । এর প্রধান কার্যালয় মুবাই ,ভারতে অবস্থিত ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
কম্পিউটার তৈরি করার সময় কম্পিউটারের মধ্যে যদি Software বা Program built in অবস্থায় থাকে তবে তাকে Firmware বলে ।এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না ।যেমন ROM এর মধ্যে যে সকল ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হল Firmware
ইন্টারনেটের মাধ্যমে কোন কিছু খোঁজার জন্য যে বিশেষ ধরনের Application Software ব্যবহার করা হয় তাকে Search Engine বলে । বর্তমানে বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিন হল - Google ,Yahoo,Baidu ,Bing .AQL ইত্যাদি
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে।
---কী-বোর্ডের যেসকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ন টাইপ করা হয় না ,কিন্তু অক্ষর বা বর্ন বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয়,সে সব বোতামকে মডিফায়ার কী বলা হয়।
ASCII শব্দটির অর্থ -American Standard Code For Information Interchange .এটি বহুল প্রচলিত আলফানিউমেরিক কোড যা অধিকাংশ মাইক্রো কম্পিউটারে বর্ণমালা ,সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয় ।
ASCII বড় হাতের C এর Value ৬৭ এবং ছোট হাতের c এর Value ৯৯
কম্পিউটারে যে অংশ Data Processing এর কাজ করে থাকে তাকে CPU বলে । CPU তৈরিতে Microprocesshor /Chips দরকার ।যেহেতু সিপিইউ সকল কাজ সম্পন্ন করে তাই একে কম্পিউটারের মস্তিস্ক বলা হয় । একটি চিপের মুলে রয়েছে Transistors .
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে।
---কী-বোর্ডের যেসকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ন টাইপ করা হয় না ,কিন্তু অক্ষর বা বর্ন বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয়,সে সব বোতামকে মডিফায়ার কী বলা হয়।
File extension হচ্ছে ফাইল ফরমেট নির্দেশকারী একটি লেটার স্ট্রিং বা নাম্বার ,যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে ।এটি ফাইল নামের পরে একটি ডট দিয়ে শেষ হয়ে যায় । INI হল System File Extension
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।