- বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। - ০ বিট নিম্ন ভোল্টেজ এবং ১ বিট উচ্চ ভোল্টেজ নির্দেশ করে। - ইংরেজি বাইনারি (Binary) শব্দের বিট (Bit) এবং ডিজিট (Digit) শব্দের t নিয়ে Bit শব্দটি গঠিত। - এটি কম্পিউটারের মেমোরির ধারণ ক্ষমতা সর্বনিম্ন একক।
- অপারেটিং সিস্টেম এমন কতগুলো প্রোগ্রাম এর সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং কার্যকর করতে সাহায্য করে। - কয়েকটি Operating System এর উদাহরণ হলো- UNIX, MS DOS, MS Windows, OS/2, Ubuntu.
- অন্যদিকে, MS Office হলো Application software. - MS Excel ও MS Access যথাক্রমে Spread sheet software & Database Management System.
- RTGS এর পূর্ণরূপ হলো Real-Time Gross Settlement। - এটি একটি উন্নত বৈদ্যুতিক অর্থ স্থানান্তর ব্যবস্থা যা বড় অঙ্কের টাকা দ্রুত ও নিরাপদে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠানোর জন্য ব্যবহৃত হয়। - এই ব্যবস্থায় অর্থ স্থানান্তর প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়, যার ফলে গ্রাহকরা খুব কম সময়ের মধ্যে বড় অঙ্কের লেনদেন করতে পারেন। - RTGS সিস্টেম সাধারণত কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয় এবং এটি ব্যাংকিং সেক্টরে অর্থ প্রবাহকে আরও দক্ষ ও নিরাপদ করে তোলে।
- একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য সহজ নিয়ম হল বড় এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষরের সংমিশ্রণ ব্যবহার করা। - আপনার পাসওয়ার্ড কমপক্ষে ১২টি অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং সহজেই অনুমান করা তথ্য যেমন আপনার নাম, জন্মতারিখ বা সাধারণ শব্দ ব্যবহার করা এড়িয়ে চলুন। - উপরন্তু, আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এবং বিভিন্ন সাইটে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা এড়ানো উচিত। - অপশনের থাকা সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড $XxY59*& ।
কিবোর্ড কমান্ড - কাজ Ctrl + S = Save Ctrl + C = Copy Ctrl + X = Cut Ctrl + V = Paste Ctrl + Z = Undo Ctrl + Y = Redo Ctrl + P = Print Ctrl + H = Replace Ctrl + F = Find
- ক্রিপ্টোকারেন্সি লেনদেন রেকর্ড করার এবং নিরাপদ করার জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। - ব্লকচেইন একটি বিতরণকৃত লেজার টেকনোলজি যা লেনদেনের একটি অপরিবর্তনীয় রেকর্ড তৈরি করে। এই রেকর্ডগুলি নেটওয়ার্কের সমস্ত অংশগ্রহণকারীর মধ্যে বিতরণ করা হয়, যার ফলে ক্রিপ্টোকারেন্সি লেনদেন স্বচ্ছ, নিরাপদ এবং অপরিবর্তনীয় হয়।
- অন্যান্য প্রযুক্তি যেমন স্মার্ট চুক্তি এবং ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন (DApps) তৈরি করতেও ব্লকচেইন ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি একটি উদীয়মান প্রযুক্তি এবং এটি দ্রুত বিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তি এবং অ্যাপ্লিকেশনগুলি ক্রমাগত বিকশিত হচ্ছে যা ক্রিপ্টোকারেন্সির সাথে কাজ করতে পারে।
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে।
---কী-বোর্ডের যেসকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ন টাইপ করা হয় না ,কিন্তু অক্ষর বা বর্ন বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয়,সে সব বোতামকে মডিফায়ার কী বলা হয়।
- একটি কমান্ডের মাধ্যমে কম্পিউটার অফ হয়ে আবার অন হওয়াকে রিবুট (Roboot) বলে। - অর্থাৎ রিস্টার্ট (Restart) হলো রিবুট। - কম্পিউটার রিবুট ও নতুন প্রোগ্রাম চালু করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl+ Alt+ Delete কমান্ড দিতে হয়। - Ctrl + Alt + Delete এর অন্য নাম Three Finger Salute। - এ কী বোর্ডটি উইন্ডোজ নিরাপত্তা ও টাস্ক ম্যানেজারকে তলব করে।
- কম্পিউটারের সাংগঠনিক কাঠামোর যে সকল যন্ত্রপাতি আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, যার বস্তুগত আয়তন আছে, তার সমষ্টিকে হার্ডওয়্যার বলে । - হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল; এর কোন মূল্য নেই। - যেমনঃ মাউস, মনিটর, সিপিইউ, কীবোর্ড, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি ইত্যাদি হার্ডওয়্যার ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষার নির্দেশ বা কোড লেখা হয়। - এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশ মালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। - প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতকগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে। - এটি ছাড়া কম্পিউটার কোন কাজ করতে পারে না ।
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। - এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
বিশ্বকাপে ক্রিকেট ২০২৩- - আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর । - বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) - বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ । - বিশ্বকাপের স্বাগতিক ভারত । - অংশ গ্রহণকারী দেশ ১০টি ।মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি । - বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) । - ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় । - লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা । সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,৯। আর রাসা অর্থ আবেগ । - আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ।
- বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুইটি। যথাঃ - কর রাজস্ব এবং করবহির্ভূত রাজস্ব। - কর পরিশোধে ২০১২ সালের মে মাসে বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়। - বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় আসে ভ্যাট থেকে। - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় ১ জুলাই, ১৯৯১। - ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।
- স্মার্ট বাংলাদেশ বলতে মূলত প্রযুক্তি নির্ভর জীবনব্যবস্থাকে বোঝায়, যেখানে সব ধরনের নাগরিক সেবা থেকে শুরু করে সবকিছুই স্মার্টলি করা যাবে। যেখানে ভোগান্তি ছাড়া প্রতিটি নাগরিক পাবে অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ সুযোগ। - ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার ৭ এপ্রিল, ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে 'স্মার্ট বাংলাদেশ নামকরণ করে। - আর এটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ২১ আগস্ট, ২০২২ সালে ৩০ সদস্যবিশিষ্ট 'স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করা হয়। এছাড়া এ টাস্কফোর্সের অধীনে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়, যারা 'স্মার্ট বাংলাশে ২০৪১' প্রতিষ্ঠার জন্য নীতিনির্ধার্থী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সুপারিশ প্রদান করবে।
• স্মার্ট বাংলাদেশ চারটি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি) ভিত্তির ওপর গড়ে উঠবে।
- স্মার্ট সিটিজেন- দেশের প্রতিটি নাগরিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। - স্মার্ট ইকোনমি অর্থনীতির সকল কার্যক্রমে প্রযুক্তির ছোঁয়া থাকবে। - স্মার্ট গভর্নমেন্ট সরকারের সকল কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার। - স্মার্ট সোসাইটি- পুরো সমাজব্যবস্থাই পরিচালিত হবে প্রযুক্তির হাত ধরে।
- বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে ২০২৬ সালে। - উন্নয়নশীল দেশ হিসেব উন্নীত হলে, বাংলাদেশ ইউরোপী ইউনিয়নের দেশসমূহে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা থেকে বঞ্চিত হবে। - তবে, ২০২৯ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর উন্নয়ন নীতি বিষয়ক কমিটি বা Committee For development policy (CDP) ২০১৮ সালে বাংলাদেশকে Least Developed Countries (LDC) থেকে উত্তোরণের জন্য প্রথম স্বীকৃতি দেয়। - CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল। - কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
- বাজারে এমন অনেক কোম্পানি আছে যারা দীর্ঘদিন ধরে টিকে আছে, তাদের আর্থিক অবস্থা শক্তিশালী, ব্যবস্থাপনা দক্ষ এবং নিয়মিত লভ্যাংশ প্রদান করে থাকে। - বিনিয়োগকারীদের কাছে এসব কোম্পানি অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা বাজারে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। - এই শ্রেষ্ঠ কোম্পানিগুলোকেই বলা হয় ব্লু চিপ কোম্পানি এবং তাদের শেয়ারকে ব্লু চিপ শেয়ার বলা হয়। - তবে মনে রাখা উচিত, অর্থনীতি যতই শক্তিশালী হোক বা শিল্প যতই বুলেটপ্রুফ হোক না কেন, কোনো নির্দিষ্ট স্টক কখনোই পুরোপুরি নিরাপদ বিনিয়োগ বলে দাবি করতে পারে না।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Ervebo হল জায়ার ইবোলা ভাইরাস দ্বারা সৃষ্ট ইবোলা ভাইরাস রোগের বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক এবং ১ বছর বা তার বেশি বয়সী শিশুদের রক্ষা করার জন্য একটি ভ্যাকসিন।
- অলিম্পাস মনস মঙ্গলগ্রহের একটি বিশাল পর্বত ও আগ্নেয়গিরি। - এর উচ্চতা ২১.৯ কিমি (১৩.৬ মাইল) বা ৭২০০০ ফুট। - এটি সৌরজগতের বৃহত্তম ও সর্বোচ্চ পর্বত এবং আগ্নেয়গিরি ।
- কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা। - U.S Geological Survey (USGS) এর হিসাব অনুযায়ী, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট সীমান্ত দৈর্ঘ্য ৫৫২৫ মাইল।
- ২১ এপ্রিল, ১৫২৬ সালে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শেষ শাসক দিল্লির সুলতান ইব্রাহীম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। - বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট। - আর বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট । - বাহাদুর শাহর আসল নাম আবুল মোজাফ্ফর সিরাজ-আল-দ্বীন মুহাম্মদ বাহাদুর শাহ গাজী। - তিনি ২৪ অক্টোবর, ১৭৭৫ সালে দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন। - বাহাদুর শাহ ছিলেন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর শাহের জ্যেষ্ঠ পুত্র। - পিতার ইন্তেকালের পর ২৮ সেপ্টেম্বর, ১৮৩৭ সালে তিনি দিল্লির সিংহাসনে আরোহন করেন। - বাহাদুর শাহ ছিলেন ১৭তম এবং শেষ মুঘল সম্রাট। - ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনের জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে আটক করে ১৮৫৮ সালে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। - ৭ নভেম্বর, ১৮৬২ সালে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। - তারপর মিয়ানমারের ইয়াংগুয়ে তাকে সমাহিত করা হয়।
নোট: - বাহাদুর শাহ জাফর এবং দ্বিতীয় বাহাদুর শাহ একই ব্যক্তি, আসল নাম আবুল মোজাফ্ফর সিরাজ-আল-দ্বীন মুহাম্মদ বাহাদুর শাহ গাজী। তিনি ছিলেন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর শাহের জ্যেষ্ঠ পুত্র। - অন্যদিকে বাহাদুর শাহ প্রথম এর পুরো নাম মির্জা মুহাম্মদ মুয়াজ্জাম, সাধারণভাবে বাহাদুর শাহ প্রথম এবং শাহ আলম প্রথম নামে পরিচিত, তিনি 1707 থেকে 1712 সাল পর্যন্ত অষ্টম মুঘল সম্রাট ছিলেন। তিনি ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। - বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দুটি করে মোট ৪টি তারকা। - বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলো এএনএ সাহা।
- নাইটহুড উপাধি যুক্তরাজ্যের রাজা-রানির দেওয়া অন্যতম সেরা সম্মাননা। - এ পর্যন্ত ৩ জন বাঙালি নাইটহুড উপাধি লাভ করেন। - ১৯১৫ সালে প্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি লাভ করেন। - তবে তিনি ১৯১৯ সালে এই উপাধি ত্যাগ করেন। - ২য় বাঙালি এবং প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে ২০১০ সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ নাইটহুড উপাধি লাভ করেন। - তৃতীয় বাঙালি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক আখলাকুর রহমান চৌধুরী নাইটহুড উপাধি লাভ করেন। - উল্লেখ্য, বিজ্ঞানী জগদীশ চন্দ্ৰ বসু ও নিখিলেশ দত্ত 'নাইট ব্যাচেলর' উপাধি লাভ করেন।
নারী-পুরুষের সমতার পথে যাত্রার নতুন দিগন্তে পথ প্রদর্শনের ভূমিকার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে ১৯৭৮ সালে তাহেরুন্নেসা আহমেদ আবদুল্লাহ ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
• পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগের মূলভিত্তি। এ পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে সরকার বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করে। উন্নয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। - বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। - এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। - ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়। - তবে এটির কার্যকাল ধরা হয়েছে ২০২০ জুলাই থেকে জুন ২০২৫ পর্যন্ত।
- উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৭৩ সালে, যার মেয়াদ ১৯৭৩-১৯৭৮ সাল পর্যন্ত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ডেঙ্গু একটি স্প্যানিশ শব্দ, যা পূর্ব আফ্রিকার স্বহিলি (Swahili) শব্দ dengu থেকে এসেছে। এর প্রকৃত (breakbone fever) একে ড্যাটি ফিতারও বলে। - ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। - এটি ফ্ল্যাভিভাইরাস বা ডেঙ্গুভাইরাস দ্বারা ঘটে। - এটি একটি RNA ভাইরাস। এর বাহক হলো Ades aegypti নামক মশা।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।